দেশ

‘অনেক পণ্ডিত শাস্ত্রের নামে যা বলেন, তা আসলে মিথ্যা’, আরএসএস প্রধান মোহন ভাগবতের বিস্ফোরক মন্তব্যে শুরু বিতর্ক

ধর্ম, শাস্ত্র, ভগবান নিয়ে আচমকাই এবার ভিন্ন মত পোষণ করলেন আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)। গতকাল, রবিবার মুম্বইয়ের (Mumbai) রবীন্দ্র নাট্য মন্দিরে এক ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিনি। আর সেখানেই বর্তমানের নানান আলোচ্য বিষয় নিয়ে নিজের মতামত রাখেন তিনি। এদিন তাঁর নিশানায় ছিলেন শাস্ত্র (shastra) বিশেষজ্ঞরা। তিনি বলেন, “শাস্ত্রের নামে অনেক পণ্ডিত যা বলেন, তা আসলে মিথ্যা”। তাঁর কথায়, “ভগবানের সামনে সকলেই মানুষ। তিনি জাতি-ধর্ম ভেদাভেদ করেননি, তা করেছেন পুরোহিতরা”। তাঁর এই মন্তব্য বেশ বিতর্ক (controversy) তৈরি করেছে।

গতকাল, রবিবার সন্তন শিরোমনি রোহিদাসের ৬৪৭ তম জন্মদিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেই অনুষ্ঠানেই মানবতা, সাম্য, সর্বধর্ম সমন্বয়, একাত্মবোধের কথা শোনা গেল আরএসএস প্রধানের মুখে। এদিন তিনি বিবেকবোধের কথাও বললেন। ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছে, যে মোহন ভাগবত সর্বদা ‘হিন্দুত্ব’র হয়ে সওয়াল করেন, তাঁর মুখে এমন মন্তব্য ব্যতিক্রমী। আবার কারোর মতে, এসব বক্তব্য আসলে ভাগবতের কৌশলী চাল।

এদিন আরএসএসের মন্তব্যে তুলসীদাস, কবীর ও আরও নানান ধর্মগুরুর নামও উঠে আসে। সন্ত শিরোমণি রোহিদাসকে এদিন তাদের সঙ্গে একই আসনে বসান মোহন ভাগবত। বলেন, “তিনি শাস্ত্রপাঠে ব্রাহ্মণদের মতো কৌলিন্য থেকে বঞ্চিত, কিন্তু তাঁর সহজ-সরল কথা, ভাষণ বহু মানুষের হৃদয় ছুঁয়েছিল। তাঁরা সকলে ভগবানে বিশ্বাস করতে শুরু করেছিলেন। এটাই তো বড় কথা। নিজের কাজ করে যেতে হবে। আপন ধর্মের উপর ভরসা রেখে এগিয়ে যেতে হবে। কিন্তু মনে রাখবেন, সব পথের লক্ষ্য একই”।

এরপরই এদিন শাস্ত্রজ্ঞদের নিশানা করেন। তাঁর কথায়, “ক্ষমতা, সম্মানে সব মানুষই এক। কারও সঙ্গে কারও প্রভেদ নেই। অনেক পণ্ডিত শাস্ত্রের নামে যা বলে থাকেন, তা আসলে মিথ্যা। তাঁরাই মানুষে মানুষে জাতি-ধর্ম-বর্ণ ভাগাভাগি করেন। জাতিভেদ প্রথা আমাদের বিপথে চালিত করে। আর যা এমন বিভ্রম তৈরি করে, তা দূরে সরিয়ে রাখাই ভালো”।  

এদিন সংঘ প্রধানের মুখে এও শোনা গেল, “প্রত্যেকের উচিত, অন্যের ধর্মকে আঘাত নিজের ধর্ম পালনে মনোযোগী হওয়া। সেই কাজটুকু করলেই সমাজের ভাল হবে। মানবসমাজ একত্রিত হবে”।

Related Articles

Back to top button