India

প্রভাবশালীদের হুমকি! “আপাতত লন্ডনেই থাকবো” দেশে ফিরতে নারাজ সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা

বিজ্ঞাপন

বর্তমানে দেশজুড়ে করোনা পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাওয়ায় প্রতিষেধকের চাহিদা বাড়ে দ্বিগুণ হারে। কিন্তু বিপুল চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না। এই পরিস্থিতিতে ভারতের প্রভাবশালীদের হুমকির মুখোমুখি হচ্ছেন সেরাম ইনস্টিটিউট এর কর্ণধার আদর পুনাওয়ালাl

বিজ্ঞাপন

দেশে ওয়াই ক্যাটাগোরি নিরাপত্তা পাওয়ার পরও চিন্তায় ছিলেন তিনি। তারপরই লন্ডনে পাড়ি‌‌। আপাতত সেখানেই থাকবে জানিয়ে সেরাম ইনস্টিটিউটের প্রধান আদর পুনাওয়ালা ‘দ্য টাইমস’-এ দাবি করে বলেন, ভারতের বহু প্রভাবশালী মানুষ আমাকে ফোন করে হুমকি দিয়েছেন কোভিশিল্ড চেয়ে। এদিন টাইমসকে আদর বলেন, ‘আমি এখন দীর্ঘ সময়ের জন্য থাকতে চলেছি লন্ডনে। কারণ এই পরিস্থিতিতে আমি ফিরতে চাই না। সবকিছু আমার ঘাড়ে চাপানো যায় না। আমি একা এটা করতে পারব না। আমি এমন পরিস্থিতির সম্মুখীন হতে চাই না, যেখানে শুধু নিজের কাজ করছি বলে কোনও এক্স, ওয়াই, জেডের চাহিদা মেটাতে পারছি না। এবং এর জেরে কে কী করতে পারে তাও জানা নেই।’

বিজ্ঞাপন

আরও পড়ুন- কোভ্যাকসিন নাকি কোভিশিল্ড? কোনটা বাছবেন? কোন টিকা বেশি কার্যকরী? পড়ে নিন

বিজ্ঞাপন

তবে সেই সঙ্গে এদিন সেরাম কর্ণধার একটি টুইট বার্তায় লেখেন, ‘আমাদের পার্টনার এবং স্টেকহোল্ডারদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হল। এরই মাঝে আমি সবাইকে জানাতে চাই যে পুণেতে কোভিশিল্ডের উত্পাদিত হচ্ছে পূর্ণ গতিতে। আমি কয়েকদিনের মধ্যেই রাজ্যে ফিরে টিকা উত্পাদনের অপারেশনের পর্যালোচনা করব।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, করোনার প্রতিষেধক সরবরাহ নিয়ে বিভিন্ন সংস্থা আদরকে হুমকি দিচ্ছে, এই খবর প্রকাশ হতেই ওয়াই ক্যাটাগোরির নিরাপত্তা দেওয়া হয় আদর পুনাওয়ালাকে। এই নিরাপত্তা ব্যবস্থায় ১১ জন নিরাপত্তা কর্মীর মধ্যে একজন বা দু’জন কম্যান্ডো, আর বাকি সবাই পুলিশকর্মী। তবে সেই নিরাপত্তা পাওয়া নিশ্চিত হতে পারেননি আদর পুনাওয়ালা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading