দেশ
কৃষি আইন নিয়ে উত্তাল হয়ে উঠল রাজ্যসভা! হট্টগোলের জেরে সাসপেন্ড করা হল সুখেন্দুশেখর-সহ চার সাংসদকে

গতকালই লোকসভায় পেশ হয়েছে সাধারণ বাজেট। এরপর আজ ফের তিন কৃষি আইন এবং কৃষক বিক্ষোভকে ঘিরে উত্তাল হয়ে উঠল রাজ্যসভা। মঙ্গলবার অধিবেশনের শুরুতে কৃষক আন্দোলনের বিষয়টি গুরুত্বপূর্ণ। তার জরুরি ভিত্তিতে বিষয়টি নিয়ে আলোচনা হোক। টিএমসি সাংসদ সুখেন্দশেখর রায় জানান, যখন বিল হিসেবে পেশ করা হয়েছিল, তখন সংসদের উচ্চকক্ষে আলোচনা হয়নি। দেশীয় গুরুত্বের বিষয় হওয়ায় কৃষক আন্দোলন নিয়ে সবাই আলোচনার পক্ষে আছেন। আলোচনার দাবি জানান ডিএমরেপ টি শিবা, আরজেডির মনোজ ঝা এবং সিপিআই বিনয় বিশ্বম।
এরপর রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু জানান, আগামিকাল বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। কিন্তু এই প্রস্তাবে সায় দেননি বিরোধী সাংসদরা। প্রশ্নোত্তর পর্বের সময় থেকেই পাল্টা স্লোগান দিতে থাকেন বিরোধীরা। ওয়েলে নেমে যান। ওয়াকআউট করেন। সেই তীব্র-হট্টগোলের জেরে দু’বার অধিবেশন মুলতুবি হয়ে যায়। পরে আবার দুপুর সাড়ে বারোটায় রাজ্যসভার অধিবেশন শুরু হয়। কিন্তু ফের ওয়েলে নেমে আসেন বিরোধী সাংসদরা। তার জেরে আগামিকাল সকাল ন’টা পর্যন্ত রাজ্যসভার অধিবেশন মুলতুবি করে দেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ।
আর রাজ্যসভায় হাঙ্গামার জেড়ে সাসপেন্ড করা হয় তৃণমূল কংগ্রেসের সুখেন্দু-সহ অন্যান্য চার সাংসদকে।