India

করোনায় মৃতদের পরিবার পাবে আর্থিক সাহায্য, কেন্দ্র সরকারকে নির্দেশ সুপ্রিম কোর্টের

বিজ্ঞাপন

করোনায় মৃত ব্যক্তিদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য দিতেই হবে, আজ, বুধবার এমনটাই নির্দেশ জানাল সুপ্রিম কোর্ট। এই বিষয় নিয়ে কেন্দ্র সরকারকে গাইডলাইন তৈরি করারও নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।

বিজ্ঞাপন

করোনার দাপটে গোটা দেশ বিধ্বস্ত। করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পরই দেশজুড়ে হু হু করে বেড়েছে আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যাও।

বিজ্ঞাপন

আরও পড়ুন- আমফানের পুনরাবৃত্তি! সাইক্লোন যশের জন্য ক্ষতিপূরণ চেয়ে গাদাগুচ্ছের ভুয়ো আবেদনপত্র, চলছে বাছাই

বিজ্ঞাপন

গোটা দেশে যেন হাহাকার। কোথাও অক্সিজেনের অভাব, তো কোথাও আবার হাসপাতালে নেই পর্যাপ্ত বেড, চিকিৎসক। করোনা ভাইরাসের চরিত্র বদলের ফলে প্রথমের তুলনায় দ্বিতীয় ঢেউ আরও বেশি ভয়ংকর হয়ে উঠেছে। ফলে মৃত্যুর হারও বেড়েছে। আবার খুব শীঘ্রই করোনার তৃতীয় ঢেউও আসতে চলেছে, এই বিষয়েও আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞ মহল।

বিজ্ঞাপন

এমন পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভূষণের তিন সদস্যের বেঞ্চের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে করোনায় যেসমস্ত ব্যক্তির মৃত্যু হয়েছে তাদের পরিবারকে আর্থিক সাহায্য দিতেই হবে। কেন্দ্র সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে এই মর্মে একটি গাইডলাইন তৈরি করা হয়।

সুপ্রিম কোর্ট বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষকে এমনও নির্দেশ দিয়েছে যে আগামী ছয় সপ্তাহের মধ্যেই ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারিত করতে হবে। বিচারপতি ভূষণের বেঞ্চের তরফে জানানো হয়েছে, যেহেতু আর্থিক মদতের পরিমাণ নির্ধারিত করার বিষয়টি সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাজ তাই এই ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ করবে না সুপ্রিম কোর্ট।

আরও পড়ুন- ভোগান্তি বাড়ল যাত্রীদের, ১৫ শতাংশ ভাড়া বাড়াল উবের, ভাড়া বাড়তে পারে ওলা-রও

করোনার মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া ও সঠিক নিয়ম মেনে ডেথ সার্টিফিকেট দেওয়া নিয়ে দুটি পৃথক মামলা করা হয় সুপ্রিম কোর্টে। এরপরই করোনার যারা নিজের প্রিয়জন হারিয়েছেন, তাদের ৪ লক্ষ টাকার আর্থিক সাহায্য দেওয়ার নির্দেশ দেয় কোর্ট। তবে অতিমারির কারণে সরকারের কোষাগারে প্রবল চাপ রয়েছে, এর ফলে এই পরিমাণ অর্থের জোগান সম্ভব নয় বলে সুপ্রিম কোর্টকে জানিয়েছিল কেন্দ্র সরকার। তবে এবার নির্দেশ দিয়েই দিল সুপ্রিম কোর্ট।

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading