India

১০ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ হচ্ছে না, জানালো আরবিআই

বিজ্ঞাপন

১০ টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সংযুক্তিকরণ হওয়ার কথা ছিল আগামী ১লা এপ্রিলের মধ্যে, কিন্তু আপাতত ১লা এপ্রিলের মধ্যে তা হবেনা বলেই জানা যাচ্ছে। ব্যাঙ্ক সংযুক্তিকরণ এর জন্য যে রেগুলেটরি অনুমোদনের দরকার হয় তা এখনো পাইয়া যায়নি। ফলে ১লা এপ্রিলের মধ্যে এই সংযুক্তিকরণ একপ্রকার অসম্ভব বলেই মনে হচ্ছে। জানা যাচ্ছে যে, এখনো ৩০-৪৫ দিন লাগতে পারে সমস্ত কাজ মিটতে। তারপরই ব্যাঙ্কের সংযুক্তিকরণ সম্ভব। রিজার্ভ ব্যাঙ্কের এক শীর্ষ কর্তা জানিয়েছেন,

বিজ্ঞাপন

[bs-quote quote=” পিএমও থেকে এই ব্যাঙ্ক গুলির সমস্ত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। আগামী ৩-৫ বছরের আর্থিক পরিকল্পনার তথ্য চেয়ে হয়েছে যে ব্যাঙ্ক গুলির সংযুক্তিকরণ হবে তাদের কাছে। ফলে ১লা এপ্রিল থেকেই সংযুক্তিকরণ হওয়া প্রায় অসম্ভব।” style=”style-8″ align=”center” author_name=”এক শীর্ষ কর্তা” author_job=”রিজার্ভ ব্যাঙ্কের “][/bs-quote]

বিজ্ঞাপন

গতবছর কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল ১০ টি রাষ্ট্রীয় ব্যাঙ্ক মার্জ করে ৪ টি ব্যাঙ্ক করা হবে। আসন্ন এই আর্থিক বছর থেকেই তা করার কথা ছিল। ব্যাঙ্ক গুলি মার্জ হয়ে গেলে ব্যাঙ্কের তরফ থেকে গ্রাহকদের নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোড দেওয়া হতে পারে। নতুন ডেবিট, ক্রেডিট এবং চেকবুক ইস্যু করাও হতে পারে। তবে ফিক্সড ডিপোজিট বা আরডি তে সুদের কোনো পরিবর্তন হবেনা বলেই জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading