কাশ্মীরে জঙ্গি হামলায় ফের খুন এক হিন্দু কর্মী, ব্যাঙ্কে ঢুকে দেদার গুলি, ফের রক্ত ঝরল উপত্যকায়

এই নিয়ে গত তিনদিনে জঙ্গি হামলার জেরে প্রাণ দুই হিন্দু কর্মীর। কাশ্মীরে হিন্দু কর্মীদের উপর জঙ্গি হামলার ঘটনা উত্তরোত্তর বেড়েই চলেছে। দিন দুয়েক আগেই কাশ্মীরে এক হিন্দু শিক্ষিকাকে গুলি করে খুন করা হয়েছিল। আর এবার প্রাণ হারালেন এক ব্যাঙ্ক কর্মী।
জানা গিয়েছে, মৃতের নাম বিজয় কুমার। রাজস্থানের বাসিন্দা তিনি। জম্মু ও কাশ্মীরের এলাকায় দেহাতি ব্যাঙ্কে চাকরি করতেন বিজয়। কুলগমের সেই ব্যাঙ্কে ঢুকেই তাঁকে লক্ষ্য করে চালানো হয় গুলি। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ওই ব্যাঙ্ক কর্মী। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার মৃত্যু হয় তাঁর।
সূত্রের খবর, রাজস্থানের হনুমানগড়ে বাড়ি বিজয়ের। সদ্যই তিনি পোস্ট হয়েছিলেন কুলগমে। এই ঘটনার পর গোটা এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে। কে বা কারা এর পিছনে যুক্ত রয়েছে, তা তল্লাশি চালাচ্ছে পুলিশ।
জম্মু-কাশ্মীরে টার্গেট কিলিং বা লক্ষ্য নিশ্চিত করে হত্যার ঘটনা কোনওভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। উপত্যকায় হিন্দুদেরই বেছে বেছে হত্যা করা হচ্ছে। ব্যঙ্ক ম্যানেজার বিজয় কুমারের উপর প্রকাশ্যে গুলি চালানো হয়।
উল্লেখ্য, দিন দুয়েক আগেও এই কুলগমেরই একটি স্কুলের এমনই একটি হামলা চালায় জঙ্গিরা। রজনী বালা নামের এক হিন্দু স্কুল শিক্ষিকাকে গুলি করে খুন করা হয়। আর এরপর আজ, বৃহস্পতিবার জঙ্গি হামলায় প্রাণ হারালেন হিন্দু ব্যাঙ্ক ম্যানেজার বিজয় কুমার।
উপত্যকায় ৩৭০ এবং ৩৫এ ধারা বাতিল হওয়ার পর কাশ্মীরের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়। বাড়ানো হয় সৈন্য সংখ্যাও। বাইরে থেকে আতঙ্কবাদী অনুপ্রবেশ কিছুটা ঠেকানো গেলেও এই টার্গেট কিলিং বন্ধ করা যাচ্ছে না। এই নিয়ে পুলিশ-প্রশাসন থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার সকলেই বেশ চিন্তিত।