দেশ

মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল ভারতীয় সেনার গাড়ি, জম্মু কাশ্মীরে মৃত্যু আধিকারিক-সহ তিন জওয়ানের

আজ, বুধবার সকাল সকালই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল জম্মু ও কাশ্মীরে। বরফ ঢাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল ভারতীয় জওয়ানদের গাড়ি। এর জেরে প্রাণ হারান এক আধিকারিক-সহ তিন জওয়ান।

জানা গিয়েছে, এদিন অন্যান্য দিনের মতোই টহলদারির জন্য সকালে সেনার গাড়িটি কুপওয়ারার মাছাল সেক্টরে যাচ্ছিল। কিন্তু কাজে গিয়ে আর ফেরা হল না তিন জওয়ানের। ভারতীয় সেনার চীনার কোর্পসের তরফে টুইট করে জানানো হয়েছে, রোজকার মতো টহলদারির সময় রাস্তার ধারের গভীর খাদে পড়ে যায় গাড়িটি।

এই দুর্ঘটনার জেরে প্রাণ হারান জুনিয়র কমিশনড অফিসার ও দুই আদার ব়্যাঙ্কের জওয়ান। রাস্তায় বরফ থাকার কারণেই পিছলে দুর্ঘটনা ঘটে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত তিনজনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।

নরেন্দ্র মোদীর সময় কাশ্মীরে শান্তি ফিরে এসেছে। সেনাদের উপর পাথর বর্ষণ করে না কাশ্মীরের মানুষ। গেরুয়া শিবিরের তরফে এমনটাই দাবী করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে দেওয়া রিপোর্টে সিলমোহরও দেওয়া হয়েছে। এই রিপোর্টে দাবী করা হয়েছে যে জম্মু ও কাশ্মীর একসময় সন্ত্রাসের আঁতুড়ঘর ছিল, তা এখন বাস্তবেই ভূস্বর্গে পরিণত হয়েছে।

কিছুদিন আগেই আবার জম্মু ও কাশ্মীরের তরফে জানানো হয়েছিল যে ১১ জানুয়ারি থেকে কয়েকদিন ভূস্বর্গে বরফ পড়বে। সেই কারণে এই সময়টাই ভূস্বর্গে ঘুরতে যাওয়ার আদর্শ সময়। পূর্বাভাস মতোই কুপওয়ারাও এদিন ঢেকেছিল তুষারের চাদরে। কিন্তু এর জেরে প্রাণ কাড়ল তিন জওয়ানের। তাদের পরিবারের কাছে এই দুঃসংবাদ পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে।

debangon chakraborty

Related Articles

Back to top button