দেশ

ভারত থেকে চিরতরে বিদায়ের পথে টিকটক, উইচ্যাট- সহ মোট ৫৯টি চীনা অ্যাপ

লাদাখের গালওয়ান সীমান্তে ভারত-চীন রক্তক্ষয়ী সংঘর্ষের পর চীনের বিরুদ্ধে বেশ কিছু কড়া পদক্ষেপ নিয়েছিল ভারত। নিষিদ্ধ ঘোষণা করা হয় জনপ্রিয় টিকটক, উইচ্যাট- পাবজি সহ মোট ৫৯টি চীনা।

আর এবার জানা যাচ্ছে এই অ্যাপগুলিকে স্থায়ী ভাবে অর্থাৎ চিরতরে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের তরফে এমন সিদ্ধান্তের কথাই জানা যাচ্ছে।  প্রসঙ্গত, গত বছর অর্থাৎ ২০২০ সালের জুন মাসেই এই অ্যাপগুলি নিষিদ্ধ ঘোষণা করা হয়।

অনেকেই ভেবেছিলেন এই নিষিদ্ধ ঘোষণা করা হয়তো সাময়িক। স্থায়ীভাবে নিষিদ্ধ হচ্ছে কিনা সে ব্যাপারে নিশ্চিত ভাবে কিছু জানায়নি সরকার। তবে এবার স্পষ্ট করেই সরকারের তরফে জানানো হয়েছে যে, এই ৫৯টি চাইনিজ অ্যাপ ভারতে চিরকালের জন্য নিষিদ্ধ করা হচ্ছে।

গত বছর জুন মাসে এইসব অ্যাপ নিষিদ্ধ করার পরই নির্দিষ্ট সংস্থাগুলির কাছে জবাব তলব করে সরকার। ব্যবহারকারীদের থেকে এই অ্যাপের সংশ্লিষ্ট কোম্পানিগুলি কীভাবে তথ্য সংগ্রহ করে, সেই তথ্য কী কাজে লাগে— এইসব জানতে চেয়েছিল কেন্দ্রীয় ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক। নির্দিষ্ট কোম্পানিগুলি যে জবাব দিয়েছে তার ফলে সরকার বিশেষ সন্তুষ্ট হয়নি। আর সেই কারণেই টিকটক, উইচ্যাট সমেত মোট ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর, গত সপ্তাহে এই প্রসঙ্গে একটি নোটিস জারি করেছে ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক।

সূত্রের খবর, যে সমস্ত অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেগুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ইউজার বা ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের নয়ছয়। অ্যানড্রয়েড এবং আইওএস দুই ভার্সানের ক্ষেত্রেই বেশ কিছু অ্যাপের মাধ্যমে ইউজারদের ব্যক্তিগত তথ্য বিদেশে পাচার হয়ে যাচ্ছিল বেআইনি ভাবে। সেইজন্যই একগুচ্ছ চীনা অ্যাপ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।

 

Related Articles

Back to top button