আগাগোড়াই ‘আমিত্বে’ ভরা, মোদীর নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করল তৃণমূল, একই পথে হাঁটল আপ-সিপিএমও

আগামী ২৮শে মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার থেকে এই নতুন ভবনেই হবে লোকসভা-রাজ্যসভার অধিবেশন। এই নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সমস্ত রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু সেই অনুষ্ঠান বয়কট করল তৃণমূল। অন্যদিকে অন্যান্য বিরোধী দলের তরফেও এও অনুষ্ঠান বয়কট করা হয়েছে বলে খবর।
বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান সংসদের নতুন ভবন উদ্বোধন হতে চলেছে। কিন্তু সেখানে সর্বোচ্চ সাংবিধানিক পদের অধিকারী রাষ্ট্রপতিই আমন্ত্রিত নন। যিনি সংসদের অভিভাবক বা সর্বময় কর্তা, সেই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বাদ দিয়েই কী প্রধানমন্ত্রী নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন? আগেই এই প্রশ্ন উঠেছিল। সেটাকে আরও জোরাল করে এবার মোদীর এই ‘আমিত্বে’ ভরা অনুষ্ঠান বয়কট করল তৃণমূল।
তৃণমূল নেতা তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন টুইট করে জানিয়েছেন যে তৃণমূল নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করে টুইটে তিনি লেখেন, “সংসদ শুধু একটা নতুন বিল্ডিং নয়, এটা ঐতিহ্য, মূল্যবোধ, নিয়মের প্রতিষ্ঠান। এটা ভারতীয় গণতন্ত্রের ভিত্তিপ্রস্থর। প্রধানমন্ত্রী মোদী এটা বোঝেন না। তাঁর কাছে রবিবারে নতুন সংসদ ভবন উদ্বোধন পুরোটাই শুধু নিজেকে নিয়ে। তাই আমাদের আমন্ত্রিতের তালিকা থেকে বাদ রাখুন”।
Parliament is not just a new building; it is an establishment with old traditions, values, precedents and rules – it is the foundation of Indian democracy. PM Modi doesn’t get that
For him, Sunday’s inauguration of the new building is all about I, ME, MYSELF. So count us out
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) May 23, 2023
তৃণমূলের তরফে এই ঘোষণার কিছুক্ষণ পরই আম আদমি পার্টির তরফেও সংসদ ভবনের উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করার কথা জানানো হয়। আপ সাংসদ সঞ্জয় সিং জানিয়েছেন, এই উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ না করার জন্য দলের তরফে এই অনুষ্ঠান বয়কট করা হচ্ছে।
संसद भवन के उदघाटन समारोह में महामहिम राष्ट्रपति श्रीमती द्रौपदी मूर्मू जी को आमंत्रित न करना उनका घोर अपमान है।
ये भारत के दलित आदिवासी व वंचित समाज का अपमान है।
मोदी जी द्वारा महामहिम राष्ट्रपति को आमंत्रित नही करने के विरोध में @AamAadmiParty उदघाटन कार्यक्रम का बहिष्कार…— Sanjay Singh AAP (@SanjayAzadSln) May 23, 2023
অন্যদিকে আবার কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া বা সিপিআইয়ের তরফেও এই উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করার কথা জানানো হয়েছে। সিপিএমের তরফে এই অনুষ্ঠান সরাসরি বয়কটের কথা না বলা হলেও, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, “যখন সংসদ ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছিল, তখনও মোদী রাষ্ট্রপতিকে এড়িয়ে গিয়েছিলেন। এখন উদ্বোধনী অনুষ্ঠানেও তাই করা হল। এটা গ্রহণযোগ্য নয়”।
Only when the President of India summons the Parliament can it meet.
The President begins, annually, Parliamentary functioning by addressing the joint session.
The first business Parliament transacts each year is the “Motion of Thanks” to President’s Address. pic.twitter.com/LFI6pEzRQe— Sitaram Yechury (@SitaramYechury) May 23, 2023
কংগ্রেসের তরফে এখনও পর্যন্ত এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। তবে সূত্রের খবর, কংগ্রেসও অন্যান্য বিরোধী দলের মতো সংসদ উদ্বোধনের অনুষ্ঠান বয়কট করতে পারে। আজ কংগ্রেসের তরফে এই নিয়ে বিবৃতি দেওয়া হবে বলে খবর।