India

জেনে নিন ‘ফণী’-র জন্য বাতিল করা হলো দক্ষিণ-পূর্ব রেলের কোন কোন ট্রেন।

বিজ্ঞাপন

শুক্রবার রাত কিংবা শনিবার ১০০ কিমি প্রতি ঘন্টার গতিবেগ নিয়ে পশ্চিমবঙ্গ-এ থাবা বসাতে চলেছে সাইক্লোন ‘ফণী’। ইতিমধ্যেই ‘ফণী’-র জেরে হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে। বিপর্যয় মোকাবিলা দলও তৈরী রাখা হচ্ছে। ‘ফণী’ প্রভাবে সাধারণ মানুষের যেমন ক্ষয়ক্ষতি হতে চলেছে তেমনি এর প্রভাব পরতে চলেছে পরিবহন ব্যবস্থাতেও। তাই এবারে ওড়িশায় রেল নিয়ে সতর্কতার পর, পশ্চিমবঙ্গের রেল নিয়েও জারি হলো সতর্কতা৷

‘ফণী’ প্রভাবের কথা ভেবে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে ওড়িশার বিভিন্ন ট্রেন এবারে দক্ষিণ-পূর্ব রেল বাতিল করলো তাদের বিভিন্ন রুটের ৪৩ টি ট্রেন। ট্রেন বাতিল নিয়ে দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকরা জানন যে, যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে নিন্মে রইল তার তালিকা।

 

বিজ্ঞাপন

১. ১২৮৪১ করমন্ডল এক্সপ্রেস।

২. ২২৮৫১ সাঁতরাগাছি ম্যাঙ্গালোর সেন্ট্রাল বিবেক এক্সপ্রেস।

৩. ০৮৪০৩ পুরী সাঁতরাগাছি স্পেশাল।

৪. ১২২৭৭ হাওড়া পুরী শতাব্দী এক্সপ্রেস।

৫. হাওড়া ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস।

৬. হাওড়া তিরুচিরাপল্লি এক্সপ্রেস।

৭. বারবিল এক্সপ্রেস।

৮. ধৌলি এক্সপ্রেস।

৯. পুরী হাওড়া জগন্নাথ এক্সপ্রেস।

১০. হাওড়া পুরি দুরন্ত এক্সপ্রেস।

প্রভৃতি আরও কয়েকটি শিয়ালদা এবং হাওড়া থেকে যাত্রাগামী এমন দুরপাল্লার কিংবা প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ – পূর্ব রেল সূত্রে খবর যে বিপর্যয় মোকাবিলার জন্য রাখা হচ্ছে রেলের স্পেশাল ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম। যাত্রীদের সুরক্ষার জন্য মোতায়েন রাখা হবে একটি স্পেশাল নজরদারি দল, সঙ্গে রাখা হবে ত্রানের জন্য একটি স্পেশাল ট্রেন। এছাড়াও ঝড়ে কোনোরকম ক্ষতি হলে তার শীঘ্র মেরামতের জন্যও ব্যবস্থা রাখা হচ্ছে বলে জানা গিয়েছে রেল কর্তৃপক্ষের নিকট হতে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading