দেশ

বর্ষবরণের দিনই রক্তাক্ত কাশ্মীর! জোড়া জঙ্গি হামলায় প্রাণ খোয়ালেন ৪ নিরীহ হিন্দু গ্রামবাসী

বর্ষবরণের দিনই রক্তাক্ত হল ভূস্বর্গ। জোড়া জঙ্গি হামলায় হল কাশ্মীরে। গতকাল, রবিবার কাশ্মীরের শ্রীনগর ও রাজৌরিতে জোড়া হামলা চালায় জঙ্গিরা। এই হামলায় এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে। পুলিশ সূত্রে খবর, এরা সকলেই নিরীহ গ্রামবাসী। এছাড়াও গুরুতর আহত হয়েছে আরও ৯ জন। এদের মধ্যে কয়েকজনকে জম্মু হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে। গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

গতকাল, রবিবার শ্রীনগরে প্রথম হামলাটি হয়। সেখানে জঙ্গিবাহিনী গ্রেনেড হামলা চালায়। সেই হামলায় ৬ জনের জখম হওয়ার খবর মেলে। এর ঠিক পরপরই ভয়াবহ হামলা হয় রাজৌরির ডাংরি গ্রামে।

জানা গিয়েছে, এদিন সন্ধেবেলা ২ বন্দুকবাজ সেখানে হানা দেয়। গ্রামের তিনটি বাড়িতে ঢুকে নির্বিচারে গুলি চালাতে থাকে তারা। প্রথমে ২ জনের মৃত্যুর খবর মেলে। পরে রাজৌরির মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রাণ হারান আরও ২ গ্রামবাসী। ২ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। তাঁদের জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতরা সকলেই হিন্দু। তাদের নাম সতীশ কুমার, দীপক কুমার, শিব পাল ও প্রীতম পাল। গত দু’সপ্তাহের মধ্যে রাজৌরিতে দ্বিতীয়বার জঙ্গি হামলা হল। এর আগে ১৬ই ডিসেম্বর সেনা ক্যাম্পের বাইরে হয় জঙ্গি হামলা। সেই হামলায় মৃত্যু হয়েছিল দু’জনের।

বর্ষবরণের প্রথমদিনই এমন জঙ্গি হামলার ঘটনায় প্রশাসনের উপর বেশ ক্ষুব্ধ ডাংরি গ্রামের প্রধান। নিরাপত্তার যথেষ্ট গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন যে নিরীহ গ্রামবাসীদের সুরক্ষা নিয়ে প্রশাসনের কোনও হেলদোল নেই।

এদিন সকাল থেকে রাজৌরি মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে গ্রামবাসীরা বিক্ষোভ দেখাচ্ছেন। জঙ্গি বিরোধী স্লোগান তাদের মুখে। স্থানীয় বাসিন্দারা পাকিস্তানের বিরুদ্ধেও ক্ষোভ বর্ষণ করছেন। এমন জোড়া হামলার এলাকা নিরাপত্তার ঘেরাটোপে ঘিরে ফেলা হয়েছে।

debangon chakraborty

Related Articles

Back to top button