India

Union Budget Update 2021: এলআইসির শেয়ার বিক্রি থেকে কৃষকদের সাহায্য, বাজেটের মাধ্যমে অর্থনীতিকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা নির্মলার

বিজ্ঞাপন

আজ ২০২১সালের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। করোনা পরিস্থিতির জেরে এমনিতেই প্রায় মুখ থুবড়ে পড়েছিল দেশের অর্থনীতি। এই অর্থনীতিকে ফের চাঙ্গা করতেই এই বছরের বাজেটের দিকে তাকিয়েছিল দেশবাসী।

বিজ্ঞাপন

আশা ছিল, এই পরিস্থিতির কথা মাথায় রেখে স্বাস্থ্যখাত ও কর্মসংস্থানে বরাদ্দ বাড়ানো হবে। সেই অনুযায়ীই বাজেট পেশ হল। স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো থেকে রাস্তা তৈরি ও বস্ত্রশিল্পের উন্নয়ন, সবক্ষেত্রেই আনা হয়েছে বিপুল বিনিয়োগ। এর জেরে শ্রমিকদের কাজের সংস্থান বাড়বে ও গ্রামের উন্নয়নও হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়াও, আরও কী কী ছাড় দেওয়া হল বাজেটে, আসুন একনজরে দেখে নিইঃ

বিজ্ঞাপন
  1. ইনিশিয়াল পাবলিক অফারিংয়ের মাধ্যমে এলআইসির শেয়ার বিক্রি করা হবে বাজারে
  2. রাজ্জগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে পড়ে থাকা জমিগুলি যাতে বিক্রি করা হয়, এর থেকে পাওয়া টাকা দিয়ে বিনিয়োগ করা যাবে।
  3. ক্ষতির মুখে থাকা সরকারী সংস্থা বিক্রির প্রস্তাব। এর জেরে পাওয়া যাবে ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা।
  4. পবনহংস, এয়ার ইন্ডিয়া, বিপিসিএলের বেসরকারিকরণ
  5. ন্যূনতম সরকারী মূল্য হিসেবে এমএসপিকে তৈরির খরচের দেড়গুণ টাকা দেওয়া হবে। ৪৩.৬ লক্ষ কৃষকের জন্য বিনিয়োগ করা হবে ৭৫ হাজার কোটি টাকা
  6. ১৫.৫ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন কৃষকেরা। এর আওতায় পড়বেন মৎস্য চাষিরাও। মৎস্য চাষের জন্য বন্দরের ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হল
  7. পরিযায়ী শ্রমিকদের জন্য হবে এক দেশ এক রেশন কার্ড। শুরু করা হবে ৩২টি রাজ্যে প্রকল্প
  8. ১৫ হাজার স্কুল্কে নতুন শিক্ষানীতির আওতায় আনা হেব, গঠিত হবে উচ্চশিক্ষা কমিশন। এর আওতায় পড়বে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিও। লাদাখে সকলে যাতে উচ্চশিক্ষা পায়, এই কারণে বরাদ্দ করা হবে
  9. তপশিলি জাতিদের জন্য বরাদ্দ করা হবে, এর ফলে ৪ কোটি মানুষ উপকৃত হবেন
  10. জাতীয় গবেষণা ফাউন্ডেশনের জন্য ৫০ হাজার কোটি টাকা বরাদ্দ হল
  11. উত্তরবঙ্গের চা শ্রমিকদের তৈরি হবে জনকল্যাণ তহবিল। চা শিল্পের জন্য ১০০০ কোটি টাকা বরাদ্দ
  12. ৯.৫ শতাংশ আর্থিক ঘাটতি হয়েছে। এই কারণে বাজার থেকে সরকার ৮০ হাজার কোটি টাকা তুলবে
  13. কর ব্যবস্থা স্বচ্ছ করার চেষ্টা। করদাতাদের চাপ কমাতে হবে।
  14. ৭৫ বছরের বেশি বয়সীদের জন্য সুদের ওপর মিলবে সম্পূর্ণ ছাড়। তাদের আইটি রিটার্ন জমা করতে হবে না
  15. অনাবাসীদের জন্য নিয়ম পাল্টানো হবে, দিতে হবে না দ্বিগুন কর।
  16. টিডিএস থেকে বাদ ডিভিডেন্ট পেমেন্ট
  17. ২০২২ অর্থবর্ষ পর্যন্ত মিলবে অ্যাফর্ডেবল হাউসিং ট্যাক্স হলিডে। পরিযায়ী শ্রমিকদেরে জন্য সহজে বাড়ি ভাড়া প্রকল্প আনা হবে। নতুন ফ্ল্যাট কিনলে দেড় লক্ষ টাকা ছাড় মিলবে আয়করে

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading