India

ফের একবার মিলবে সুযোগ! ইউপিএসসি পরীক্ষার্থীদের লাইফলাইন দিল মোদী সরকার

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতির জন্য অনেক পরীক্ষার্থীই ইউপিএসসি পরীক্ষায় বসার সুযোগ হারিয়েছে। তাদের ফের আরও একবার সুযোগ দেওয়া হেব। তাদের জন্য লাইফলাইন দেওয়া হল কেন্দ্র সরকারের পক্ষ থেকে। এদিন সুপ্রিম কোর্টকে কেন্দ্র সরকার জানায় যে পরীক্ষার্থীরা আরও একবার সুযোগ পাবেন। রচনা সিং নামে এক পরীক্ষার্থী সুপ্রিম কোর্টে আবেদন করেন যে করোনা পরিস্থিতির কারণে গত বছর অক্টোবর মাসে হওয়া পরীক্ষায় অনেক পরীক্ষার্থীই বসতে পারেননি। তাই তাদের যাতে আরও একবার পরীক্ষায় বসতে দেওয়া হয়।

বিজ্ঞাপন

গত সেপ্টেম্বর মাসেই সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কেন্দ্র সরকারকে জানানো হয় যে এই বছর করোনা পরিস্থিতির কারণে যারা পরীক্ষা দিতে পারছেন না, তাদের যেন আরও একবার সুযোগ দেওয়া হয়। সেই মতোই বয়সের উর্দ্ধসীমাও সংশোধন করার কথা বলা হয়। কেন্দ্র সরকারের তরফ থেকে বলা হয়ে যে এই বিষয়টি ভাবনা চিন্তা করে দেখা যাবে।

বিজ্ঞাপন

কিন্তু গত মাসের ২২ তারিখ সরকার আদলতে জানায় যে আরেকটি সুযোগ পরীক্ষার্থীদের দেওয়া সম্ভব নয় কারণ এর ফলে সবকিছু গণ্ডগোল হয়ে যাবে। এরকম পরীক্ষায় সব পরীক্ষার্থীর সমান সুযোগ পাওয়া উচিত। যারা পরীক্ষা দিতে পারেননি, তাদের আবার সুযোগ দিলে এই বিষয়টি নষ্ট হয়ে যাবে। এরপর সুপ্রিম কোর্টের তরফে প্রশ্ন তোলা হয় যে সরকার শীর্ষ পর্যায়ে এই নিয়ে আলোচনা করেছে কী না। নাকি রুটিন বিষয়ের মতো এই বিষয়টিকে দেখা হচ্ছে। এরপর আবার ভাবনাচিন্তা করে কেন্দ্র ও এদিন বলা হয় যে যারা পরীক্ষা দিতে পারেননি, তাদের আবার সুযোগ দেওয়া হবে।

বিজ্ঞাপন

গত বছর প্রায় ৪.৮৭ লক্ষ প্রত্যাশী প্রিলিমস দেন। এদের মধ্যে ১০ হাজারের কিছু বেশি পড়ুয়া প্রধান পরীক্ষার জন্য উত্তীর্ণ হন। এদের পরীক্ষা হয়েছে ৮-১৭ জানুয়ারির মধ্যে। আগামী ১০ই ফেব্রুয়ারি ২০২১ ইউপিএসসি-র বিজ্ঞপ্তি প্রকাশ হবে বলে জানা গিয়েছে। এর আগেই পরীক্ষার্থীদের লাইফলাইন দিল কেন্দ্র।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading