India

অদ্ভুত কান্ড! যাওয়ার কথা উত্তর প্রদেশ, ট্রেন গেল ওড়িশা! ভুল মানতে নারাজ রেল

বিজ্ঞাপন

মহারাষ্ট্রে মুম্বইয়ের আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে দিকে রওনা দিয়েছিল ট্রেন৷ কিন্তু রাতভর রেল সফরের পর তাঁরা আবিষ্কার করেন ট্রেন তাঁদের উত্তর প্রদেশ নয়, নিয়ে এসেছে ওড়িশার রাউরকেল্লায়! রেলের এই বিপত্তিতে সেখানেই ট্রেনযাত্রীদের দীর্ঘসময় আটকে থাকতে হয় বলে অভিযোগ৷

বিজ্ঞাপন

সূত্রের খবর, মুম্বইয়ের ভাসাই স্টেশন থেকে বৃহস্পতিবার পরিযায়ী শ্রমিকদের নিয়ে রওনা দিয়েছিল ওই ট্রেনটি৷ পরদিন গোরক্ষপুরে পৌঁছনোর কথা ছিল ট্রেনের৷ কিন্তু পরদিন সকালে যাত্রীরা জানতে পারেন, ট্রেন চলে এসেছে ওড়িশার রাউরকেল্লায়৷ গোরক্ষপুরের থেকে যার দূরত্ব ৭৫০ কিলোমিটার৷

বিজ্ঞাপন

ক্ষুব্ধ যাত্রীদের দাবি, বিষয়টি নিয়ে খোঁজখবর করলে স্টেশনে উপস্থিত রেল আধিকারিকরা তাঁদের জানান, কিছু বিভ্রান্তির কারণেই ট্রেন নিয়ে ভুল রুটে চলে এসেছেন চালক৷ রেলের তরফে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে৷ রেলের দাবি, লাইনে ট্রেনের ভিড় এড়াতে ইচ্ছাকৃতভাবেই কয়েকটি ট্রেনকে রাউরকেল্লা হয়ে বিহারের দিকে ঘুরিয়ে দেওয়া হয়৷

বিজ্ঞাপন

কিন্তু সেটাই যদি‌ হয়, তাহলে ট্রেনের যাত্রীদের কেনও সেই বিষয়ে অবগত করা হলোনা? উঠছে প্রশ্ন! এমন কী, রাউরকেল্লা থেকে কখন ট্রেনটি ফের গোরক্ষপুরের উদ্দেশ্যে রওনা দেবে, তাও রেলের তরফে যাত্রীদের জানানো হয়নি বলে অভিযোগ৷

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading