আচমকাই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ১৭২ কোটি টাকা, এক রাতেই কোটিপতি সবজি বিক্রেতা, এরপর যা ঘটল…

সবজি বিক্রি করেই কোনওমতে সংসার চলে তাঁর। কিন্তু হঠাৎই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকল ১৭২ কোটি টাকা। যা দেখে কার্যত ঘুম উড়ে যায় সবজি বিক্রেতার। এই ঘটনার জেরে বেশ ভোগান্তির শিকারও হতে হচ্ছে তাঁকে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বারাণসীর বাসিন্দা বিজয় রাস্তোগি নামের এক সবজি বিক্রেতার সঙ্গে।
জানা গিয়েছে, হঠাৎ একটি মেসেজ ঢোকে ওই সবজি বিক্রেতার ফোনে। সেই মেসেজ অনুযায়ী, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়েছে ১৭২ কোটি টাকা। যা দেখে চোখ ছানাবড়া হয়ে যায় বিজয় রাস্তোগির। এত বিপুল অঙ্কের টাকা কীভাবে তাঁর অ্যাকাউন্টে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে আয়কর দফতর।
সূত্রের খবর, ওই সবজি বিক্রেতা উত্তরপ্রদেশের মাইগর রাইপাত্তির বাসিন্দা। স্ত্রী-সন্তান নিয়ে সবজি বিক্রির টাকায় দিন চলে তাঁর। আচমকাই তাঁরই অ্যাকাউন্টে জমা পড়ল ১৭২ কোটি টাকা। বিজয় জানিয়েছেন যে তিনি ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিক নন।
অনুমান করা হচ্ছে যে কেউ তাঁর প্যান কার্ড-সহ নানান গুরুত্বপূর্ণ নথি নকল করে এই অ্যাকাউন্টটি খুলেছে। তবে কে বা কারা এই কাজ করে থাকতে পারে, সে বিষয়ে নির্দিষ্টভাবে কিছুই বলতে পারছেন না বিজয় রাস্তোগি। বিজয়ের অ্যাকাউন্টে এমন বিপুল অঙ্কের লেনদেনের বিষয়টি নজরে পড়ে আয়কর দফতরের।
এরপরই এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছেন আয়কর দফতরের আধিকারিকরা। প্রাথমিক তদন্ত অনুযায়ী, অনলাইনের মাধ্যমে এই বিপুল অঙ্কের টাকা জমা পড়েছে বিজয়ের নামের ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই ঘটনার জেরে বিজয়কে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।