পথ কুকুরদের খাওয়ানোর ‘অপরাধ’! মহিলাকে মারধর, শ্লীলতাহানির অভিযোগ, দেওয়া হল হুমকিও, গ্রেফতার ২

পোষ্য সারমেয় ও পথকুকুরদের খাওয়ানোর জের। এই ঘটনার কারণে পাঁচ দিনে দু’বার এক মহিলাকে শ্লীলতাহানি করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে নয়াদিল্লিতে। এই ঘটনায় মহিলার অভিযোগের প্রেক্ষিতে দু’জনকে গ্রেফতার করা হয়েছে। একজন নাবালককেও আটক করা হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, ওই মহিলাকে মারধর করার হুমকিও দেওয়া হয়েছে। এমনই অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। এই ঘটনায় অভিযুক্ত আরও দু’জনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। মহিলার অভিযোগ, গ্রেফতারির পরও অভিযুক্তদের বিরুদ্ধে যাতে বয়ান না দেওয়া হয়, তার জন্য তাঁকে হুমকি দেওয়া হয়েছে।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (দ্বারকা) হর্ষ বর্ধন মান্দব জানান যে প্রথম ঘটনাটি ঘটেছে গত ২২ জানুয়ারি। তিনজন একটি মোটর সাইকেলে করে এসে মহিলাকে থামিয়ে হুমকি দেয়। এমনকী, তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর থানায় শ্লীলতাহানি, যৌ’ন হয়রানি এবং হুমকির একটি মামলা দায়ের করে ওই মহিলা।
ওই মহিলার অভিযোগ, অভিযুক্ত যুবকরা তাঁকে পথ কুকুরদের খাওয়ানোর জন্য আপত্তি জানিয়েছিল। তা নিয়েই মহিলার সঙ্গে বচসা বাঁধে তাদের। তদন্তের পর অভিযুক্তদের চিহ্নিত করেছে পুলিশ। ধৃতদের নাম হল শিবম এবং দিলীপ ওরফে কালে। এই ঘটনার একদিন পরেই তাদের গ্রেফতার করা হয়। পুলিশ আরও দুজনের খোঁজ চালাচ্ছে।
এই ঘটনার পর গতকাল, শুক্রবার ফের মহিলাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মহিলা অভিযোগ জানান, তিনি তাঁর কুকুরকে বাড়ির কাছে নিয়ে যাওয়ার সময় দু’জন অজ্ঞাত পরিচয়ের যুবক এসে তাঁকে হুমকি দেয় যাতে তিনি কোনও বয়ান না দেন। ওই অজ্ঞাত পরিচয়ের যুবকদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির নানান ধারায় মামলা রুজু করা হয়েছে।