দেশ

ফের বড় সিদ্ধান্ত যোগী সরকারের! উত্তরপ্রদেশের মাদ্রাসাগুলি আর পাবে না কোনও সরকারি অনুদান

এর আগে উত্তরপ্রদেশ সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে সে রাজ্যের সমস্ত মাদ্রাসাগুলিতে ক্লাস শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক। এই নিয়ে রাজ্যে বিতর্ক ছড়ায় ঢের। আর এরই মধ্যে আরও এক বড় সিদ্ধান্ত নিল যোগী সরকার। উত্তরপ্রদেশের নতুন মাদ্রাসাগুলিকে সরকারি অনুদানের থেকে বাদ দিল সে রাজ্যের সরকার।

সূত্রের খবর অনুযায়ী, রাজ্য মন্ত্রিসভায় ইতিমধ্যেএই প্রস্তাব গ্রহণ করা হয়েছে। বলে রাখি, উত্তরপ্রদেশে বর্তমানে মোট ১৬৪৬১ মাদ্রাসা রয়েছে। এর মধ্যে মাত্র ৫৫৮টি মাদ্রাসাকে অনুদানের তালিকায় রেখেছে যোগী সরকার। সরকারি অনুদানের তালিকা থেকে নতুন মাদ্রাসাগুলিকে বাদ দেওয়ার সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভায় গ্রহণ করা হয়েছে। উত্তরপ্রদেশ সরকার বেশ কিছুদন ধরেই এই পরিকল্পনা নেওয়া শুরু করেছিল বলে জানা যাচ্ছে।

সম্প্রতিই, উত্তরপ্রদেশ সরকারের তরফে সিদ্ধান্ত নেওয়া হয় যে রাজ্যের মাদ্রাসাগুলিতে ক্লাস শুরু আগে জাতীয় সঙ্গীত গাওয়া বাধ্যতামূলক। যোগীরাজ্যের তরফে সেই ঘোষণার পর মধ্যপ্রদেশ, হরিয়ানা, কর্ণাটকের মতো নানান বিজেপিশাসিত রাজ্যের সেই একই পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা চলছে।

উত্তরপ্রদেশের মাদ্রাসা বোর্ডের প্রধান ইফতিখার আহমেদ জাভেদ বলেন, “আমরা চাই মাদ্রাসায় আমাদের ছেলেমেয়েরা পড়াশোনার মাধ্যমে মূলস্রোতে এগিয়ে আসুক এবং তাদের মনে দেশপ্রেমের ভাবনা জেগে উঠুক। সেই জন্যই পড়াশোনার পাশাপাশি জাতীয় সংগীত গাওয়াকেও বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাদ্রাসায় শিশুদের ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষা দেওয়া হবে এবং এর পাশাপাশি রাষ্ট্রবাদী ভাবাবেগকে তুলে ধরা আমাদের লক্ষ্য”।

উল্লেখ্য, গত বছর বাজেটের সময় উত্তরপ্রদেশ সরকারের তরফে মাদ্রাসাগুলিকে আধুনিকীকরণের জন্য ৪৭৯ কোটি টাকা বরাদ্দ করা হয়। সেই সময় রাজ্য সরকারের এই সিদ্ধান্তের প্রশংসা করা হয়েছিল মুসলিম সম্প্রদায়ের তরফে। তবে এবার রাজ্যের নতুন মাদ্রাসাগুলিকে সরকারি অনুদানের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে মুসলিম সম্প্রদায়ের কী প্রতিক্রিয়া হয়, এখন সেটাই দেখার।

debangon chakraborty

Related Articles

Back to top button