অন্যান্য
অতিরিক্ত PUBG প্রীতি তৈরী করছে মরণ ফাঁদ৷ চিন্তিত অবিভাবক থেকে শুরু করে মনোবিজ্ঞানীরাও।

বর্তমানে অনলাইন এ্যাকশন গেমের দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় গেমের কথা বলতে গেলে এককথায় তাতে উঠে আসে PUBG এর নাম। আর এই গেমটি নিয়েই এখন চিন্তার শেষ নেই অবিভাবক সহ মনোবিজ্ঞানীদেরও।
বর্তমান প্রজন্মের তরুণেরা এই গেমটির নেশায় বুঁদ হয়ে যে ভাবে এই গেমে ডুবে যাচ্ছে তা নিয়ে চিন্তা আরও বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ৬ ঘন্টা টানা PUBG তে ডুবে থেকে মৃত্যু হয়েছে ১৬ বছরের এক বালকের৷ রাজস্থানের দ্বাদশ শ্রেণির ছাত্র ফরহান কুরেশি মধ্যপ্রদেশে তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে এই কান্ড ঘটিয়ে বসে। চিকিৎসকেরা জানিয়েছেন যে, দীর্ঘ ৬ ঘন্টা PUBG খেলতে গিয়ে রীতিমতো নিজেকেই সেই গেমের ভেতর কল্পনা করে নেয় সেই ছাত্রটি এরপরই গেমের উত্তেজনায় হার্ট অ্যাকাটে তার মৃত্যু হয়৷
PUBG কে নিয়ে তরুণ প্রজন্মের এহেন নেশায় স্বাভাবিকভাবেই চিন্তিত হয়ে পরছেন তাদের অবিভাবকেরা। মনোবিজ্ঞানীরাও এই নিয়ে চিন্তিত, তাঁরা জানিয়েছেন যে PUBG তে ডুবে থাকার দরুণ নিজেদের পরিবার পরিজন, সমাজ থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে তরুণ প্রজন্ম। এছাড়াও গেমটি একটি হিংসাত্মক এ্যাকশন গেম হওয়ায় তা তরুণ প্রজন্মের মানসিকতাতেও বিরূপ প্রভাব ফেলছে বলে দাবী মনোবিজ্ঞানীদের৷