মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সুস্থ হয়ে উঠার প্রার্থনা জানালেন কেন্দ্রীয় বন ও জলবায়ু প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটি টুইটে ‘সুস্থ হয়ে উঠুন’ লিখে পোস্ট করেন বাবুল সুপ্রিয়। তার নীচে জুড়ে দলেন গতকালকের ভাটপাড়ার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘটনাটির একটি ভিডিও ক্লিপ।
গতকাল নৈহাটিতে সভা করতে যাওয়ার সময় ভাটপাড়ায় হঠাৎই মুখ্যমন্ত্রীর কনভয়ের আশপাশ থেকে উঠে আসে ‘জয় শ্রী রাম’ ধ্বনি। সঙ্গে সঙ্গেই মেজাজ হারান মমতা বন্দ্যোপাধ্যায়। গাড়ি থেকে নেমে রীতিমতো তেড়ে যান তিনি। বলতে থাকেন, ‘ ব্যাটা বিজেপির বাচ্চা। ডাকাত। ক্রিমিনাল। সব কটাকে তাড়িয়ে ছাড়ব… ‘ আরও ইত্যাদি ইত্যাদি।
এই ঘটনাই প্রথম নয়, এর পূর্বেই ‘জয় শ্রী রাম’ ধ্বনি শুনে অনেকবারই মেজাজ হারিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাই আজ মুখ্যমন্ত্রীকে কার্যত টিপ্পনী কেটেই টুইটে সুস্থ হয়ে উঠার বার্তা দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়৷