প্রযুক্তি

এবার মুখোমুখি লড়াইয়ে আদানি-আম্বানি, টেলিকম দুনিয়ায় পা আদানির গ্রুপের, নেবে 5G স্পেকট্রামের নিলামে অংশও

জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া তো ছিলই, এবার 5g যুদ্ধে নাম লেখাতে চলেছে আদানি গ্রুপও। টেলিকম দুনিয়ায় পা রাখার প্রস্তুতি নিচ্ছে এই সংস্থা। চলতি মাসের শেষের দিকেই রয়েছে 5g স্পেকট্রামের নিলাম যুদ্ধ। সেই নিলামেই অংশ নেওয়ার জন্য ইতিমধ্যেই টেলিযোগাযোগ বিভাগে আবেদন করা হয়েছে আদানি গ্রুপের তরফে।

টেলিযোগাযোগ মন্ত্রকের নিয়ম অনুযায়ী, 5g স্পেকট্রামে যদি কোন নতুন সংস্থা অংশ নিতে চায়, তাহলে একটি ইউনিফায়েড লাইসেন্স নিতে হবে। এই লাইসেন্সের মাধ্যমে ওই নির্দিষ্ট সংস্থা দেশের যে কোনও প্রান্তে মোবাইল বা ডেটা পরিষেবা সরবরাহ করতে পারে। এই ইউনিফায়েড লাইসেন্স দেওয়া হয় শুধুমাত্র একটি ভারতীয় কোম্পানিকেই।

যদি কোনও বিদেশী কোম্পানি এই ইউনিফায়েড লাইসেন্সের জন্য আবেদন করে, তাহলে সেই বিদেশি কোম্পানিকে ভারতে একটি নতুন কোম্পানি স্থাপন করতে হবে। আর একটি ভারতীয় কোনও কোম্পানির দখল নিতেও হবে।

আর খুব বেশি দিনের অপেক্ষা নয়, অগাস্ট মাস থেকেই দেশের শুরু হয়ে যেতে পারে5g পরিষেবা। আর এর ফলে ইন্টারনেট পরিষেবার গতি হবে আরও দ্রুত। জানা গিয়েছে, চলতি বছরে দেশের অন্তত ২৫টি শহরে 5g ইন্টারনেট পরিষেবা পৌঁছে যাবে। কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন যে বছরের শেষে ২০-২৫টি শহরে পৌঁছে দেওয়া হবে 5G পরিষেবা।

শুধু তাই নয়, মন্ত্রী আরও ইঙ্গিত দিয়েছেন যে নতুন পরিষেবা চালু হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বের নানান দেশের তুলনায় ভারতে ডেটার দাম কম হবে। অগাস্ট-সেপ্টেম্বর থেকে শুরু হবে এই পরিষেবা। শোনা যাচ্ছে, দেশে অবাঞ্ছিত কলের সমস্যা দূর করতে শীঘ্রই ব্যবস্থা নিতে চলেছে সরকার। সেই ক্ষেত্রে কাজে লাগতে পারে গ্রাহকের KYC বিবরণ। এর মাধ্যমে অবাঞ্ছিত কলারদের ধরে ফেলতে চাইছে সরকার।

Related Articles

Back to top button