আরও চার চীনা অ্যাপ ভারতে হল নিষিদ্ধ, এবার আলো নিভল ‘লাইট’ ভার্সনগুলির

আগের মাসের ২৯ তারিখে কেন্দ্রীয় সরকার ভারত থেকে নিষিদ্ধ করেছিল ৫৯টি চীনা অ্যাপ। এবার আরও চারটি চীনা অ্যাপ নিষিদ্ধ করা হল ভারতে। সেগুলির মধ্যে রয়েছে হ্যালো লাইট, শেয়ারইট লাইট, বিগ লাইট, বিএফওয়াই লাইটের মত অ্যাপ। কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক আজ এই ঘোষণা করেছে।
এই অ্যাপগুলো সরিয়ে দেওয়া হয়েছে গুগল প্লেস্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে। যে ৫৯টি চীনা অ্যাপ ভারতে ব্যান করা হয়েছে সেগুলোর অনেক কটিই ভারতে এখনও কাজ করছিল বলে অভিযোগ ওঠায় সরকার থেকে কড়া নির্দেশিকা দেওয়া হয় যে কেন্দ্রীয় সরকার যদি খোঁজ পায় যে ভারতে এখনো কাজ করে যাচ্ছে নিষিদ্ধ অ্যাপগুলো তবে কেন্দ্রীয় সরকার কঠোর ব্যবস্থা নেবে। সেই নিষিদ্ধ অ্যাপগুলোর মধ্যে থেকেই চারটি অ্যাপের লাইট ভার্সন বন্ধ করল কেন্দ্রীয় সরকার।
ভারত-চীন সীমান্ত বিরোধের সময় গত মাসে ভারত চীনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করে। কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছিল যে, দেশের নিরাপত্তা, সুরক্ষা ও সার্বভৌমত্বের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষিদ্ধ হওয়া অ্যাপগুলির মধ্যে রয়েছে টিকটক, শেয়ারইট, ইউসি ব্রাউসার, শিইন, হ্যালো, লাইক, ইউক্যাম মেকআপ, ক্লাব ফ্যাক্টরি, বিউটি প্লাস, উইচ্যাট, ভিগো লাইভ, সেলফি সিটি, ভিভা ভিডিও-কিউইউ ভিডিও ইনকর্পোরেটেড, ভিগো ভিডিও,হ্যাগো প্লে উইথ নিউ ফ্রেন্ডস, ক্যাম স্ক্যানার, ক্লিন মাস্টার- চিতা মোবাইল, উই মিট, বাইডু ট্রান্সলেট, ডিইউ প্রাইভেসি-র মতো জনপ্রিয় অ্যাপগুলি।