প্রযুক্তি

আমেরিকার চাপে পড়ে ব্রিটেনেও চীনা 5G নেটওয়ার্কে Huawei-কে বয়কট

এবার ব্রিটেনও চীনের 5G নেটওয়ার্ক ব্যান করার পথে হাঁটছে। আমেরিকার চাপে কিছুটা বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিল ব্রিটেন। মঙ্গলবার বরিস জনসন সরকারের তরফে বলা হয়, ব্রিটেনের নতুন 5G নেটওয়ার্কে চীনা সংস্থা হুয়াইয়ের যা সরঞ্জাম আছে, তা ২০২৭ সালের মধ্যেই বাতিল করে দেওয়া হবে। পাশাপাশি চলতি বছরের ৩১শে ডিসেম্বর থেকে 5G নেটওয়ার্কের সরঞ্জাম কেনার উপরও নিষেধাজ্ঞা জারি করা হবে বলে জানা যাচ্ছে।

হুয়াইয়ের মাধ্যমে চীন সরকার ব্রিটেনের নেটওয়ার্কে ঢুকে পড়তে পারে এমনটাই আশঙ্কা করছে ব্রিটেন। তাই ওয়াশিংটনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল, হুয়াইকে সরানো না হলে একটি গোয়েন্দা তথ্য ব্যবস্থাপনা বাতিল করে দেওয়া হবে। নিজের দল কনজারভেটিভ পার্টির অন্দরেও জনসনের উপর চাপ ক্রমশই বাড়ছিল। অন্যদিকে হংকংয়ে চীন নতুন করে জাতীয় সুরক্ষা আইন বলবৎ করেছে। এছাড়া উইঘুর মুসলিমদের উপর অত্যাচার এবং প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের সঙ্গে হুয়াইয়ের যোগ নিয়ে প্রতিবাদ করেছেন কয়েকজন আইন বিশেষজ্ঞ। জনসনকে চিঠি পাঠিয়ে ‘ব্রিটেনের গুরুত্বপূর্ণ জাতীয় পরিকাঠামো’ থেকে হুয়াইকে বাদ দেওয়ার দাবি তোলেন ১০ জন কনজারভেটিভ আইনপ্রণেতা।

প্রসঙ্গত, কূটনৈতিক মহলের দাবি, জনসন সরকারের এই সিদ্ধান্তের জেরে চীনের সঙ্গে ব্রিটেনের দ্বিপাক্ষিক সম্পর্কেও ব্যাপক প্রভাব পড়বে। কারণ বেজিংয়ের তরফে আগেই জানানো হয়েছিল, হুয়াইয়ের উপর নিষেধাজ্ঞা চাপালে ব্রিটেনকে তার ফল ভুগতে হবে।

debangon chakraborty

Related Articles

Back to top button