ঘরে বসেই গ্রাহকদের আয়ের সুযোগ করে দিল এয়ারটেল

বৃহস্পতিবার গ্রাহকদের জন্য এক অভিনব অফারের ঘোষণা করেছে এয়ারটেল। এর ফলে এবার থেকে গ্রাহকরা প্রতি রিচার্জেই পেতে পারেন ৪% ছাড়।
ইউটিউবে আপলোড করা একটি ভিডিও-য় এই টেলিকম সংস্থাটি জানিয়েছে, ‘এয়ারটেল-এর থ্যাঙ্কস অ্যাপ থেকে যদি আপনি অন্যদের ফোনে রিচার্জ করে দেন, তবে আপনি এয়ারটেলের সুপারহিরো বলে গণ্য হবেন। আর এরসাথেই আপনি প্রত্যেক এয়ারটেল রিচার্জে পেয়ে যাবেন ৪% ছাড়।’
ঠিক কিভাবে পাওয়া যাবে এই ছাড়? টেলিকম সংস্থাটি জানিয়েছে, রিচার্জমূল্য যা হবে তার থেকে ৪% বাদ দিয়ে যে অর্থমূল্য পড়ে থাকবে, গ্রাহককে সেই অর্থই দিতে হবে।
সংস্থার তরফে আরও জানানো হয়েছে, চেকআউটের সময় ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাংকিং, এয়ারটেল পেমেন্টস ব্যাংক, পেটিএম এবং আমাজন পে-এর মতো যেকোন ইউ পি আই অ্যাপ ব্যবহার করা যাবে। এরফলে ঘরে বসেই গ্রাহকরা আয় করতে পারবেন বলে আশা এয়ারটেল কতৃপক্ষ-এর।