প্রযুক্তি

১৬০টাকায় নাও মিলতে পারে ১৬জিবি ! বাড়তে চলেছে মোবাইলের খরচ, ইঙ্গিত এয়ারটেলের চেয়ারম্যানের

আগামী দিনে বাড়তে চলেছে এয়ারটেল মোবাইল পরিষেবার খরচ। করোনার জেরে এখন লোকসানের মুখে পড়েছে ভারতী এয়ারটেল। তাই নিজেদের ব্যবসাকে টিকিয়ে রাখতে এবার সংস্থা বাড়াতে পারে পরিষেবার দাম। ভারতী এয়ারটেল চেয়ারম্যান সুনীল ভারতী মিত্তল এমনটাই ইঙ্গিত দিলেন। তিনি বলেছেন, গ্রাহক পিছু তাঁদের গড় আয় আগামী ৬ মাসে ২০০ টাকার বেশি হতে পারে।

ভারতী এন্টারপ্রাইজেসের আধিকারিক অখিল গুপ্তর লেখা বই সাম সাইজেস পিট অল বইটির উদ্বোধনে এসেছিলেন সুনীল ভারতী মিত্তল। এই অনুষ্ঠানে এসে তিনি বলেন, বর্তমানে ১৬০ টাকার বিনিময়ে তাঁদের মাসে ১৬ জিবি ডেটা দিতে হচ্ছে। এত কম টাকায় এত ডেটা পাওয়া যায় না। এই টাকায় মাসে ১.৬ জিবি ডেটা পাওয়া যেতে পারে। তার মানে আমেরিকা বা ইউরোপের হিসেবে ২ মার্কিন ডলারে মাসে ১৬ জিবি ডেটা! এ হতে পারে না। আপনি যদি টিভি, সিনেমা দেখে ডেটা উড়িয়ে দেন, তার সঠিক দাম তো আপনাকেই দিতে হবে।

প্রসঙ্গত, করোনার কারণে ব্যাপক লোকসানের মুখোমুখি হয়েছে এয়ারটেল। তাদের লোকসান বেড়ে দাঁড়িয়েছে ১৫,৯৩৩ কোটি টাকা। এ নিয়ে টানা পঞ্চম ত্রৈমাসিকেও তারা লাভের মুখ দেখতে পেল না। অন্যদিকে নিজেদের ব্যবসা বজায় রাখতে রিলায়েন্স জিও যেভাবে তাদের ডেটার দাম কম রেখেছে তাতে জিওর সাথে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে এয়ারটেল।

চলতি বছরের জুন অবধি এয়ারটেলের গ্রাহক পিছু আয় বেড়েছে ১৫৭ টাকা। গত ডিসেম্বরে এয়ারটেল ডেটার দাম বাড়ায়, তার জেরে এআরপিইউ-এ এই বৃদ্ধি।

মিত্তল জানিয়েছেন, করোনা সংক্রমনের এই পরিস্হিতিতে টেলিকম সংস্থাগুলি দেশের মানুষদের সেবা করে চলেছে। তাঁরা দেশে এবার ৫জি নিয়ে আসতে চলেছে যাতে আরও বেশি অপটিক্যাল ফাইবার, সাবমেরিন কেবলের প্রয়োজন হবে। তাই নিজেদের ব্যবসাকে টিকিয়ে রাখতে আগামী ৫-৬ মাস অ্যাভারেজ রেভেনিউ পার ইউজার ঠিকঠাক হতে হবে। ভারতের বাজারে এখন জিনিসের মূল্য অনেক। আগামীদিনে অ্যাভারেজ রেভেনিউ পার ইউজার বা এআরপিইউ অন্তত মাসে ৩০০ টাকা হতে হবে, তা হলে টিকবে ইন্ডাস্ট্রি। যদিও তাতে তাঁদের পকেট থেকে দিতে হবে মাসে ১০০ টাকা করে।

Related Articles

Back to top button