জিও! এয়ারটেল, ভোডাফোনের সময় শেষ, মাত্র ২২৮ টাকা দিলেই সারা বছর হু হু করে দৌড়াবে 4G সিম, আশায় বুক বাঁধছে মধ্যবিত্ত

ভারতে রিলায়েন্স জিও আসার পরে টেলিকম পরিষেবায় এসছে অমূল পরিবর্তন। জিও সবার প্রথম এনেছে ৪জি পরিষেবা।
জিওকে টক্কর দিতে অন্যান্য কোম্পানি গুলিও তাঁদের প্ল্যানে পরিবর্তন এনেছে। সেই প্ল্যানে মধ্যবিত্তের হাত কপালে পড়লেও মেনে নিতে বাধ্য হয়েছেন গ্রাহকরা। সেই মধ্যবিত্তকে সুরাহা দিতে মাসিক ১৯ টাকার প্ল্যান আনছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনেল।
কিছুদিন আগে ট্রাই (Telecom Regulatory Authority of India) সব টেলিকম সংস্থাগুলিকে মাসিক ২৮ দিনের পরিবর্তে ৩০ অথবা ৩১ দিনের প্ল্যান আনার নির্দেশ দিলেও এখনও কোনও হেলদোল দেখা যায়নি সংস্থাগুলির তরফে। রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনেল সেই পথে প্রথম পা বাড়ালো। ভারতীয় বাজারে সব থেকে সস্তা প্ল্যান এনেছে তারা। প্ল্যানের নাম দিয়েছেন Voice Rate Cutter 19। কী আছে এই প্ল্যানে?
এই প্ল্যানটি রিচার্জ করলে প্রতি কল পিছু দিতে হবে আপনাকে ২০ পয়সা প্রতি মিনিট। প্ল্যানের ভ্যালিডিটি থাকে পুরো ৩০ দিন। সঙ্গে ইনকামিং এবং এসএমএস ফ্রি তেই পেয়ে যাবেন। প্রতি মাসে ১৯ টাকা এবং বছরে ২২৮ টাকা রিচার্জ করলেই আপনি পেয়ে যাবেন এই আকর্ষণীয় প্ল্যানটি। তবে যারা দু’টি সিম ব্যবহার করেন তাদরে জন্য বেশি ভালো এই প্ল্যানটি। কারণ এই প্ল্যানে আপনাকে কথা বলার জন্য আলাদা টাকা রিচার্জ করতে হবে।
গ্রাহকদের আরও একটি সুখবর দিয়েছে বিএসএনেল। চলতি বছরের ১৫ আগস্টের মধ্যে ভারতে তারা ৪জি পরিষেবা চালু করে দেবে বলে জানিয়েছে। এতদিন ৪জি পরিষেবা চালু করতে না পাড়ায় অন্যান্য কোম্পানি গুলির থেকে পিছিয়ে বিএসএনেল। তবে খুব শীঘ্রই সেই পরিষেবা গ্রাহক কাছে পৌঁছে দিতে পারবে বলে আশাবাদী সকলে।