ফেসবুকে ভাইরাল হয়েছে পোস্ট? তদন্তে নামবে ফেসবুক নিজেই!

“একটু শেয়ার করে দিস পোস্টটা” এরকম নিশ্চয়ই প্রায়শই শোনেন। ভাইরাল হওয়ার আশায় মানুষ কী না করে। কিন্তু এবার আপনার সেই অদম্য ইচ্ছায় রাশ টানবে স্বয়ং ফেসবুক। ভাইরাল হওয়ার আশায় এখন আর যা খুশি পোস্ট করা যাবে না ফেসবুক। কারণ, কোনও অ্যাকাউন্ট থেকে যদি কোনও পোস্ট ভাইরাল হয়ে যায়, তাহলে ওই অ্যাকাউন্ট বা প্রোফাইলটি ভাল করে খুঁটিয়ে যাচাই করবে ফেসবুক। বৃহস্পতিবার সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।
এ দিন সংস্থা জানিয়েছে, মূলত ভুয়ো পোস্ট বা গুজব ছড়ানো রুখতেই এই নতুন পদক্ষেপ গ্রহণ করছে তারা। এখন থেকে কোনও পোস্ট, ছবি বা ভিডিয়ো ভাইরাল হলেই যে আইডি থেকে ওই পোস্ট করা হয়েছে, সেটি যাচাই করবে ফেসবুক।
বৃহস্পতিবার সংস্থার ওই বিবৃতিতে আরও জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এখন বেশ কিছু অ্যাকাউন্ট বা প্রোফাইলের আইডি যাচাই করা হচ্ছে। যে সব পেজের কোনও অ্যাডমিন অনুমোদন নেই, সেগুলি থেকে এখন আর কোনও পোস্ট করা যাবে না। সংস্থা জানিয়েছে, যত ক্ষণ না আইডিগুলির ‘ভেরিফিকেশন’ সম্পূর্ণ হচ্ছে, তত ক্ষণ ওই আইডি, অ্যাকাউন্ট বা প্রোফাইল থেকে কোনও কিছুই পোস্ট করা যাবে না। ফেসবুকের মাধ্যমে ভুয়ো খবর বা গুজব ছড়ানো রুখতে ধাপে ধাপে আরও কড়া পদক্ষেপের কথাই ভাবছে সংস্থা।
তাই কোনো পোস্ট শেয়ার করার আগে দেখে নেবেন নয়তো ভাইরাল হওয়া পোস্ট যাচাই করতে করতে ফেসবুক আপনার দরজায় কড়া নাড়লে মুশকিল।