প্রযুক্তিInternational

মহাবিপাকে জনপ্রিয় চীনা অ‍্যাপ টিকটক! ভারত, আমেরিকার পর ফ্রান্সেও উঠল তথ্য চুরির অভিযোগ।

বিজ্ঞাপন

বেকায়দায় টিকটক। ভারতের বাজারে ব‍্যান হয়ে বড় ঝটকা খেয়েছিল আম জনতার অত‍্যন্ত প্রিয় এই অ‍্যাপ। ভারতের বৃহত্তম বাজার খোয়ানোর ফলে যথেষ্ট আর্থিক ক্ষতির মুখে পড়তে হয় এই চীনা সংস্থাটিকে। আর এবার ফ্রান্সেও বিপাকে পড়ল টিকটক। এক ইউজারের ব্যক্তিগত তথ্য হাতানোর অভিযোগ উঠল এই অ্যাপটির বিরুদ্ধে। ভারত, আমেরিকার পর এবার ফ্রান্সেও সমস্যায় পড়তে চলেছে চীনা প্রযুক্তি সংস্থা বাইটডান্স-এর তৈরি এই জনপ্রিয় অ্যাপ।

বিজ্ঞাপন

অ‍্যাপটির বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ফ্রান্সের তথ্য সুরক্ষা সংক্রান্ত নজরদারি সংস্থা CNIL। ভারতে এই অ‍্যাপ নিষিদ্ধ করার পর চীনা সংস্থা বাইটড্যান্সের মালিকানাধীন এই অ্যাপের বিরুদ্ধে তথ্য চুরির অভিযোগে ইতিমধ্যেই আমেরিকা, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি এবং হল্যান্ডের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে।

বিজ্ঞাপন

সূত্রের খবর, গত মে মাসে জনপ্রিয় অ‍্যাপ টিকটক-এর বিরুদ্ধে ইউজারের ব্যক্তিগত তথ্য হাতানোর অভিযোগ সামনে আসার পরেই এ বিষয়ে তদন্ত শুরু করে CNIL। অভিযোগ প্রমাণিত হলে এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading