মহা বিপদে পড়ল Google ও Facebook, ১৭০০ কোটির বেশি জরিমানার মুখে দুই টেক জায়েন্ট

বেশ বড় সমস্যার মুখে পড়ল Google ও Facebook। ফ্রান্সের রেগুলেটরি অথোরিটির তরফে এই দুই টেক জায়েন্টকে বেশ বড় অঙ্কের জরিমানা করা হল। জানা গিয়েছে, এই দুই সংস্থাকে মোট ২১০ মিলিয়ন ইউরোর জরিমানা করা হয়েছে। ভারতীয় অঙ্কে এই জরিমানার পরিমাণ ১৭০০ কোটিরও বেশি টাকা। মূলত কুকিস ব্যবহার করা জন্যই এই জরিমানার মুখে পড়তে হল এই দুই সংস্থাকে।
ফ্রান্সের রেগুলেটরি অথোরিটি জানাচ্ছে, এই দুই টেক জায়েন্ট কুকিস (Cookies) ব্যবহার করে অনলাইন ব্যবহারকারীদের ডেটা ট্র্যাক করত। এই কারণেই এই জরিমানা। এমনকি, Amazon ও Apple-কেও জরিমানার মুখে পড়তে হয়েছে বলে জানা গিয়েছে।
২০২০ সালেও Google -কে এই ধরনের জরিমানার মুখে পড়তে হয়েছিল। সেই সময় ফ্রান্সের ন্যাশনাল কমিশন ফর ইনফর্মেশন টেকনোলজি অ্যান্ড ফ্রিডম বা CNIL-এর তরফে Google-কে ১০০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল। এবার ফের সেই একই অভিযোগে ১৫০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে। অন্যদিকে Facebook-এর উপর ৬০ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছে।
এই বিষয়ে রেগুলেটরি কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, “প্রত্যেক ব্যবহারকারীর কাছে Facebook.com, Google.fr এবং Youtube.com গ্রাহকদের কাছে যখন Cookie নোটিফিকেশন পাঠায় তখন সেটি রিফিউজ করা সম্ভব হয় না। বাধ্য হয়ে সেই Cookie অ্যাকসেপ্ট করতে হয়”।
এই দুই সংস্থাকে জরিমানা দেওয়ার জন্য তিনমাসের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি জরিমানা না দেওয়া হয়, তাহলে তারপর থেকে প্রতিদিন ১ লক্ষ ইউরো করে অতিরিক্ত জরিমানা দিতে হবে বলেও জানানো হয়েছে।
এবিষয়ে Google-এর এক প্রতিনিধি জানিয়েছেন যে ফ্রান্স রেগুলেটরি অথোরিটির কাছ থেকে নির্দেশ পাওয়ার পর তারা গোটা প্রক্রিয়ার বদল আনবেন। ওই প্রতিনিধি বলেন, “ইন্টারনেট ব্যবহারকারীদের আরও ভালো পরিষেবা দেওয়ার জন্য আমরা নিয়মিত বিভিন্ন ফিচার অ্যাড করি। এবং বিভিন্ন ফিচারের মধ্যে পরিবর্তন করি। তবে CNIL-যে নির্দেশ দিয়েছে তার সঙ্গেও আমরা কাজ করছি”।