এবার জলেও গাড়ি চলবে! কাটোয়ার বাঙালি গবেষকের আবিষ্কারে গর্বিত বাংলা

পেট্রোল-ডিজেলের দাম যে হারে বেড়ে চলেছে তাতে মধ্যবিত্তের নাভিশ্বাস উঠে গেছে। অন্যদিকে পরিবেশ দূষণের বোঝা রয়েছে। এবার এর নাগপাশ থেকে মুক্তি দিতে যুগান্তকারী আবিষ্কারের এক গবেষকের।
তিনি কাটোয়ার বাঙালি গবেষক যিনি আবার কৃষক পরিবারের ছেলে। আবিষ্কার করলেন গাড়ি চালানোর নতুন উপায়। জল থেকে হাইড্রোজেন উৎপাদন করে গাড়ি চলবে। এই আবিষ্কারে বেস্ট থিসিস অ্যাওয়ার্ড পেয়েছেন কাটোয়ার বাঁধমুড়ো গ্রামের গবেষক ডা. শেখ রেজাউদ্দিন।
গবেষণাপত্র প্রকাশ পেয়েছে আমেরিকান কেমিকাল সোসাইটি ন্যানো জার্নালে। বেস্ট থিসিস অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন পাঞ্জাবের মোহালির ইনস্টিটিউট অফ ন্যানো সাইন্স এন্ড টেকনোলজি প্রতিষ্ঠান থেকে। অ্যাওয়ার্ড হিসেবে দেওয়া হয়েছে গোল্ড মেডেল।
গবেষণার মূল বিষয় হল জলকে ভেঙে হাইড্রোজেন তৈরি করে সেই শক্তির মাধ্যমে মোটর চালানো। এ বিষয়ে রেজাউদ্দিন বলেছেন জল ভাঙলে হাইড্রোজেন ও অক্সিজেন তৈরি হয়। হাইড্রোজেনকে কাজে লাগিয়ে হাইড্রোজেন ফুয়েল গাড়ি এখন বিদেশে পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে।
কিন্তু জল ভাঙার জন্য যে ধরনের অনুঘটক ব্যবহার করা হয় তা দামি তাই সেগুলো ব্যবহার করে কোন লাভ নেই। তবে তিন নিকেল তামা এই সহজলভ্য ধাতু ব্যবহার করে জল ভেঙে হাইড্রোজেন উৎপাদন করা সম্ভব। এতে যে ব্যাটারি থাকবে সেটি চার্জ হবে সৌর শক্তির দ্বারা। তাই বিদ্যুতের খরচ সাশ্রয় হবে।