প্রযুক্তি

ভারতীয়দের রোষের মুখে Hyundai! সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হল #BoycottHyundai

সোশ্যাল মিডিয়ায় প্রবল তোপের মুখে Hyundai। টুইটার ও ফেসবুকে ট্রেন্ড হল #BoycottHyundai। এই বিতর্কিত পরিস্থিতির মধ্যে Hyundai ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি দিয়ে দাবী করা হয়েছে যে তাদের সংস্থা ভারতের জাতীয়তাবাদকে সম্মান জানাতে অবিচল।

টুইটার ও ফেসবুকে নেটিজেনদের তরফে ‘Hyundai Pakistan’ লেখা একটি পেজের ছবি পোস্ট করা হয়েছে। একটি পোস্টে লেখা আছে, “অসামান্য সুন্দর কাশ্মীরের স্বাধীনতার জন্য আজ এবং সর্বদা প্রার্থনা করে যাচ্ছি”। আবার অন্য একটি পোস্টে লেখা, “আমাদের কাশ্মীরি ভাইদের আত্মত্যাগ স্মরণ করা হোক। যাঁরা স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছেন”। তবে বর্তমানে Hyundai Pakistan নামের এই ফেসবুক পেজে সেরকম কোনও লেখা নেই। নেটিজেনদের দাবী, তোপের মুখে পড়ে এই পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে।

এই পোস্টের জেরে সোশ্যাল মিডিয়ায় প্রবল রোষের মুখে পড়েছে Hyundai। এই নেটিজেন লিখেছেন, “BoycottHyundai। আপনাদের লজ্জা লাগা দরকার Hyundai”। অন্য এক নেটিজেন লিখেছেন, “Hyundai-র পাকিস্তানের শাখা কাশ্মীরের স্বাধীনতার সওয়াল করছে”।

আবার এক নেটিজেনের কথায়, “২০২১ সালে ভারতে ৫০৫,০০০ টি গাড়ি বিক্রি করেছে Hyundai মোটরস। পাকিস্তানে সেই সংখ্যাটা ৮,০০০। তাও পাকিস্তানি হ্যান্ডেল থেকে ভারতকে কাঠি করার চেষ্টা করছে Hyundai। ওদের ব্যবসার ধারণা হয়তো খুব খারাপ, নাহলে অযোগ্য জনসংযোগ দলকে কাজে নিয়েছে। তার জেরে #BoycottHyundai-এর মতো ঘটনার মুখে পড়তে হয়েছে”। এই ঘটনায় Hyundai-কে ক্ষমা চাইতে হবে বলে দাবী তুলেছেন নেটিজেনরা।

এরপর এই বিতর্কের মধ্যে Hyundai ইন্ডিয়ার তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে লেখা, “২৫ বছরের বেশি ধরে ভারতীয় বাজারের প্রতি নিজেদের দায়বদ্ধতা বজায় রেখেছে Hyundai মোটর ইন্ডিয়া। ভারতের জাতীয়তাবাদকে সম্মান জানানোর ক্ষেত্রে অবিচল আছি আমরা”।

সরাসরি বিতর্কের বিষয়ে কোনও মন্তব্য না করলেও গাড়ি প্রস্তুতকারী সংস্থার তরফে বলা হয়েছে, “Hyundai মোটর ইন্ডিয়াকে টেনে সোশ্যাল মিডিয়ায় যে অযাচিত পোস্ট করা হচ্ছে, তাতে এই মহান দেশের প্রতি আমাদের অতুলনীয় দায়বদ্ধতা এবং পরিষেবার দিকে আঙুল তোলা হচ্ছে”।

তবে Hyundai-এর এই বিবৃতিতে একেবারেই না-খুশ নেট জনতা। তাদের বক্তব্য, Hyundai ইন্ডিয়ার তরফে ক্ষমা চাওয়াই হয়নি। তারা সোশ্যাল মিডিয়া পোস্টে উলটে নেটিজেনদেরই দোষারোপ করা হয়েছে বলে দাবী নেট জনতার। Hyundai-কে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবী করা হয়েছে।

debangon chakraborty

Related Articles

Back to top button