প্রযুক্তি

কোথায় রয়েছে আপনার ট্রেন, জানুন একদম নিখুঁতভাবেই, ISRO-র সহযোগিতায় নতুন সিস্টেম চালু করল ভারতীয় রেল

এবার ISRO-র রিয়েল টাইম ট্রেন ইনফরমেশন সিস্টেম তৈরি করল ভারতীয় রেল। এর সাহায্যে এবার আপনি রিয়েল টাইম ট্রেন ট্র্যাক করতে পারবেন আরও সহজে। এর পাশাপাশি ভারতীয় রেলের তরফে ট্রেন চলাচলের সময় ট্র্যাক করতে রিয়েল টাইম ব্যবস্থাও চালু করা হয়েছে।

ISRO-র সহযোগিতায় তৈরি রিয়েল টাইম ট্রেন ইনফরমেশন সিস্টেমটি স্টেশনগুলিতে ট্রেন চলাচলের সময় স্বয়ংক্রিয়ভাবে নথিভুক্ত করতে ইঞ্জিনগুলিতে ইনস্টল করা হচ্ছে। এর ফলে ট্রেনগুলিকে ট্র্যাক করা হবে আরও সহজ। ইতিমধ্যেই ভারতীয় রেল ২১টি বৈদ্যুতিক লোকো শেডে ২,৭০০ টি ইঞ্জিনে RTIS ডিভাইস ইনস্টল করেছে। এর পাশাপাশি, রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে যে RTIS ৩০ সেকেন্ডের মধ্যে সংশ্লিষ্ট লোকেশনের আপডেট দেবে।

জানা যাচ্ছে, ISRO-র SATCOM হাব ব্যবহার করে ৫০ টি লোকো শেডে আরও ৬ হাজারটি ইঞ্জিনে এই সুবিধা যুক্ত করা হবে। বর্তমানে প্রায় ৬,৫০০ টি লোকোমোটিভ (RTIS এবং REMMLOT) থেকে GPS ফিড সরাসরি কন্ট্রোল অফিস অ্যাপ্লিকেশনে (COA) পাঠানো হয়। যার ফলে এটি COA এবং NTES ইন্টিগ্রেশনের মাধ্যমে ট্রেনের স্বয়ংক্রিয় চার্টিং এবং যাত্রীদের রিয়েল-টাইম তথ্য দেওয়া সম্ভব হয়েছে।

সদ্যই চালু হয়েছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেডের চ্যাটবট। এর বিটা লঞ্চের সময়ে এই চ্যাটবট ট্রেনের যাত্রীদের থেকে বেশ ভালো সাড়া পেয়েছে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত প্রায় ১ বিলিয়নের বেশি মানুষ টি ব্যবহার করেছে বলে খবর। এই প্রসঙ্গে এক রেল আধিকারিক জানান যে এই চ্যাটবট ব্যবহার করে রেলের টিকিট বুক করা খুবই সুবিধাজনক।

রেলে আধিকারিকদের মতে, আগামীদিনে প্রায় ২৫ শতাংশ যাত্রী এই চ্যাটবট ব্যবহার করবেন। এই চ্যাটবট আস্ক দিশা ২.০-এর আসল লক্ষ্য হল যাত্রীদের প্রশ্নের দ্রুত ও সঠিক উত্তর দেওয়া। এই চ্যাটবট ব্যবহার করে অনেকটা সময় বাঁচবে বলেও মনে করা হচ্ছে।

Related Articles

Back to top button