প্রযুক্তি
আসছে জিও 5G! বড় ঘোষণা করলেন মুকেশ আম্বানি

ফের বাজারে বড় ধামাকা আনতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। আজ ইন্ডিয়া মোবাইল কংগ্রেস এ বক্তব্য রাখার সময় মুকেশ আম্বানি জানিয়ে দিলেন যে আগামী বছরের মাঝামাঝি সময় থেকে জিও চালু করবে 5G পরিষেবা।প্রাথমিক পর্যায়েই পরিষেবার দাম সাধারণ মানুষের জন্য কমই রাখা হবে। এরপরে যাতে মানুষ সহজেই এই পরিষেবা গ্রহণ করতে পারেন তার জন্য উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে সংস্থা।
তিনি এই দিন সকল ভারতবাসীকে প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী বছরের দ্বিতীয়ার্ধে ভারতে 5G ইন্টারনেট পরিষেবায় বিপ্লব নিয়ে আসবে জিও।ভারতের প্রতিটি কোণায় এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে যা আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য সহায়ক হবে।
স্বাভাবিকভাবেই আগামী বছর ভারতে 5G পরিষেবা শুরু হয়ে গেলে বিশ্বের প্রযুক্তি মানচিত্রে ভারত যে স্থানে পৌঁছবে তা বলাই বাহুল্য।