প্রযুক্তি

বড় দুঃসংবাদ! দেশে আর বিক্রি হবে না Oppo ও One Plus -এর স্মার্টফোন, নিষিদ্ধ হল দুই চীনা কোম্পানি

ফের বড় বিপদের মুখে দুই চীনা স্মার্টফোন কোম্পানি।Oppo আর One Plus-এর বিরুদ্ধে আইন ভঙ্গের অভিযোগ এনেছিল Nokia। Nokiamob.net ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, এই মামলায় Nokia-র পক্ষে রায় দিয়েছে ম্যানহাইম স্থানীয় আদালত। ২০২১ সালে এই দুই চীনা কোম্পানির সঙ্গে আলোচনা কোনও সমাধান সূত্র না পেয়ে চারটি দেশে আইনি পদক্ষেপ নিয়েছিল Nokia। এর ফলে এবার বন্ধ হল Oppo ও One Plus-এর ফোন বিক্রি।

আপাতত প্রথম মামলায় জয়ী হলো Nokia। যদিও এই কোম্পানিগুলির মধ্যে যে আইনের লড়াই আরও প্রশস্ত হবে, তা বলাই বাহুল্য। তবে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত Oppo ও One Plus ফোন বিক্রি বন্ধ থাকবে দেশে। পরবর্তী মামলায় রায় যদি Oppo ও One Plus এর পক্ষে হয়, তাহলে ফের এই দুই চীনা কোম্পানি নিজেদের ফোন বিক্রি করতে পারবে।

সূত্রের খবর অনুযায়ী, ২০২১ সালে Oppo-র বিরুদ্ধে পেটেন্ট লঙ্ঘনের অভিযোগ তুলে Nokia। সেই সময় ভারত, ফ্রান্স, জার্মানি ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশে আইনি পদক্ষেপ নেয় Nokia। তাদের অভিযোগ ছিল Oppo কোনও রকম অনুমতি না নিয়ে ওয়াইফাই স্ক্যানিংয়ের জন্য এমন একটি প্রযুক্তি ব্যবহার করেছে, যার পেটেন্ট নোকিয়ার দখলেই ছিল।

নোকিয়া দাবী করে, “আমরা Oppo-র সঙ্গে চুক্তি নবীকরনের জন্যব আলোচনা করেছিলাম। দুর্ভাগ্যবসত, সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল Oppo। এর পরেও আমরা বন্ধুত্বপূর্ণ সমাধানের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সাড়া না মেলায় আমরা শেষ উপায় হিসাবে আইনি পদক্ষেপ নিয়েছি”। প্রসঙ্গত ২০১৮ সালের Nokia-র সঙ্গে Oppo-র একটি চুক্তি হয়। তবে ২০২১ সালের জুন মাসে সেই চুক্তির মেয়াদ শেষ হয়।

অন্যদিকে উপর দাবী, “আমরা নিজেদের ও তৃতীয় পক্ষের ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসকে সম্মানের সাথে রক্ষা করি। ইন্ডাস্ট্রি পেটেন্ট লাইসেন্সিং সহযোগিতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আমাদের কোম্পানি”। এই চী না স্মার্টফোন সংস্থাটির দাবি এই মামলা সম্পূর্ণ অন্যায্য।

তবে Oppo ও One Plus এই দুই চীনা কোম্পানির স্মার্টফোন বিক্রি বন্ধ হয়েছে শুধুমাত্র জার্মানিতেই, ভারতে নয়। এই কারণে ভারতীয়রা আপাততভাবে নিঃসঙ্কোচে এই দুই কোম্পানির স্মার্টফোন কিনতে পারেন।

তবে এই প্রথম নয়, Oppo-র আগে পেটেন্ট লঙ্ঘনের কারণে Nokia-র আইনি পদক্ষেপের ফলে 2 বিলিয়ন মার্কিন ডলার জরিমানা দিয়েছিল Apple। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও জার্মানিতে Lenovo-র বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নিয়েছিল Nokia।

Related Articles

Back to top button