গোবর দিয়ে তৈরি চিপ রোধ করবে ক্ষতিকারক রেডিয়েশন! জানালেন এই কেন্দ্রীয় আধিকারিক

গোবর দিয়ে তৈরি চিপ মোবাইলের বিকিরণ আটকে দিতে পারে! এরকমই আশ্চর্যজনক দাবি করলেন এক কেন্দ্রীয় সরকারি আধিকারিক।রাষ্ট্রীয় কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভভাই কাথিরিয়ার দাবি,গোবর যে মোবাইল রেডিয়েশন রোধ করে তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত (!) তাই বিকিরণ বদলে রেডিয়েশন চিপ হিসাবে গোবরকে মোবাইল ফোনের ব্যবহার করা যেতে পারে।
শুধু কথাই নয় কাজে ওই কথা প্রমাণ করেছেন বল্লভ ভাই। তিনি সোমবার গোবর দিয়ে তৈরি সেই চিপের প্রকাশ করেন। গোসত্ত্ব কবচ নামে ওই চিপ তৈরি করেছে রাজকোটের শ্রীজি গৌশালা।এর মধ্যে দিয়ে দেশব্যাপী কামধনু দীপাবলি অভিযান এর সূচনা করলেন এই কেন্দ্রীয় সরকারি আধিকারিক। এই অভিযানের মূল উদ্দেশ্য হলো গোবর জাতীয় পণ্যের দেশজুড়ে প্রসার ঘটানো।
তার বক্তব্য, এই চিপ মোবাইলে রাখলে এটি মোবাইলের রেডিয়েশন রোধ করতে পারে।আপনি যদি রোগ এড়াতে চান তাহলে এই চিপের ব্যবহার বাঞ্ছনীয়।
২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের রাষ্ট্রীয় কামধেনু আয়োগ দপ্তর তৈরি করা হয়। এই দপ্তর কেন্দ্রীয় মৎস্য ও পশু পালন ও দুগ্ধজাত পণ্য মন্ত্রকের অধীনে কাজ করে। মূলত গরু সংরক্ষণ, উন্নয়ন ও সুরক্ষা করাই এই দপ্তরের প্রধান লক্ষ্য।
কেন্দ্রীয় আধিকারিক আরো বলেছেন, আপনারা সম্প্রতি শুনেছেন হয়তো অভিনেতা অক্ষয় কুমার গোমূত্র পান করেন রোজ। এটা ওষুধ কিন্তু আমরা যেহেতু এখন বিজ্ঞান ভুলে গিয়েছি তাই আবার আমরা একটি প্রকল্প শুরু করেছি যেখানে যে বিষয়গুলির মিথ মনে হয় সেগুলি নিয়ে চর্চা করা হয়।
গোবর থেকে তৈরি হওয়া বিভিন্ন দ্রব্য প্রদর্শন করেন বল্লভ ভাই এবং তিনি জানান যে এই দ্রব্যগুলি আপনার ঘরে রাখলে আপনার ঘর রেডিয়েশন মুক্ত থাকবে। দেশে পাঁচশ’র বেশি গোশালায় তৈরি হচ্ছে এই চিপ।চিপ এর দাম শুরু হচ্ছে ৫০ টাকা থেকে, এই চিপের দাম ১০০ টাকা পর্যন্ত দাম রাখা হয়েছে। দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছে এই চিপ। আমেরিকায় ১০ ডলার করে এই চিপ বিক্রি হচ্ছে।