মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটমানি নিয়ে মন্তব্যের পরই তাকে হাতিয়ার করে নিয়েছে বিজেপি। এই ক্ষেত্রে অতিসক্রিয়তা দেখিয়ে বিজেপি নানান স্থানেই শুরু করছে আন্দোলন। করেছে তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও। এবারে কি তবে স্বয়ং মুখ্যমন্ত্রীকেই টার্গেট করতে চলেছে বিজেপি নেতৃত্ব?
আজ কাটমানি ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির অনতিদূরে হাজরাতে বিক্ষোভ সমাবেশ করতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার এই প্রসঙ্গে জানিয়েছেন যে, এই আন্দোলন বিজেপির নয় বরং একটি সামাজিক আন্দোলন৷
ইতিমধ্যেই অমিত শাহ নির্দেশ দিয়েছেন কাটমানি নিয়ে এই আন্দোলন আরও জোরদার করতে৷ আর তারপরই আজ মমতা বন্দ্যোপাধ্যায়কেই রীতিমতো নিশানা করে বিক্ষোভ সমাবেশ করতে চলেছে রাজ্য বিজেপি নেতৃত্ব।