রাজ্য

কোচবিহার লোকসভার শীতলকুচিতে তৃণমূল-এর পঞ্চায়েত সদস্য-র দাদাগিরি।

কোচবিহার লোকসভা কেন্দ্রের শীতলকুচি-র ২৫৭নং বুথে তৃণমূল-এর পঞ্চায়েত সদস্য-র দাদাগিরি। সকাল থেকেই মহিলা ভোটারদের ভোটকেন্দ্রে যেতে বাধাদান। মহিলা ভোটারদের শাড়ি টেনে ভোটকেন্দ্রে যেতে বাধাদানের অভিযোগ। ভোটারদের স্পষ্ট অভিযোগ যে তাদের তৃণমূল দলের লোকেরা ভোটকেন্দ্রে যেতে বাধাদান করে। কেন্দ্রীয় বাহিনী-বিহিন এই বুথে রাজ্য পুলিশ থাকলেও তারা সব দেখেও কার্যত নিরব। পরবর্তীতে আরও পুলিশ বাহিনী এলে মহিলারা ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেন। যদিও ভোটারদের অভিযোগ যে এখন ভোট দিতে এলেও পরবর্তীতে তাদের উপর আঘাত আনার সম্ভাবনা থাকছেই।

এরপরও প্রশ্ন থেকেই যাচ্ছে যে সকালবেলাতেই এই অবস্থা হলে দুপুরের পরের অবস্থা নিয়ে শঙ্কায় রাজনৈতিক নেতারা।

debangon chakraborty

Related Articles

Back to top button