এবারের লোকসভা নির্বাচনে রাতের ঘুম কেড়ে নিয়েছে শাসকদল তৃণমূলের৷ রাজ্যে মাথা চাড়া দিয়ে উঠেছে বিজেপি। এমতাবস্থায় গদি রাখতে রাজ্যের নানান দিকেই নয়া ভাবে ভেবেচিন্তে দেখছে শাসকদল৷ মূলত কর্মসংস্থান এবং রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে বিরোধীরা বারবার কাঠগড়ায় দাঁড় করাচ্ছে শাসকদলকে। বেকারত্ব বাড়ায় বাড়চ্ছে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভও। এমতাবস্থায় আজ বিধানসভায় সরকারি শূন্যপদে নিয়োগের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জানান যে রাজ্যের প্রায় ৩৩ হাজার ৬৮৭ টি সরকারি পদে নিয়োগ করা হবে কর্মী৷ এর মধ্যে কিছু পদ সংরক্ষিতও রয়েছে। বিগত কয়েক বছরে বহু কর্মী রিটায়ার হয়েছেন রাজ্য সরকারি দপ্তর গুলো থেকে। সেখানে কর্মী নিয়োগ হলেও তা বেশির ভাগই হয়েছে অস্থায়ী কর্মী নিয়োগ৷ তাই এবারে স্থায়ী কর্মী নিয়োগে বিরোধীরা চাপ দিলে আজ বিধানসভায় শূন্য পদ পূরণের আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷।
শুধু রাজ্য সরকারি কর্মী নিয়োগের ক্ষেত্রেও নয়৷ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেম স্বনির্ভর গোষ্ঠী নিয়েও৷ প্রায় ৯৮% স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের দ্বারা পরিচালিত। আর এই মহিলাদের প্রেরণা জোগাতে ৫০০০ টাকা করে প্রত্যেক গোষ্ঠীকে সাহায্যও দেওয়া হবে বলে আজ মুখ্যমন্ত্রী জানান বিধান সভায়৷