রবিবার একটি বেসরকারী টিভি চ্যানেল-এ বিতর্ক অনুষ্ঠানের মাঝেই মেজাজ হারিয়ে বিতর্কে জড়ালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। রবিবার এই অনুষ্ঠানটি চলাকালীন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী মেজাজ হারিয়ে কোচবিহার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে মারতে উদ্যত হলে তার ভিডিও সর্বত্র ছড়িয়ে পরে এবং নির্বাচনের আগেই নতুন বিতর্কে জড়িয়ে পরেন তিনি৷
রবিবার এই অনুষ্ঠানটিতে শুরু থেকেই উত্তেজনার পারদ উঠতে থাকে দু-দলের মধ্যে৷ এমন সময় কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর উদ্দেশ্যে মন্তব্য করেন যে, “আমি যদি বলি যে, ওনার ছেলে বিদেশে গিয়ে মেয়ে পাচার করে? কিন্তু আমি বলিনি।” নিশীথ প্রামাণিকের এই মন্তব্যের পরই নিজের মেজাজ হারান উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এবং অনুষ্ঠানটি চলাকালীনই মারতে উদ্যত হন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে। অনুষ্ঠানটি চলাকালীন ঘটনাটি ঘটায় ইতিমধ্যেই এই কান্ডের ভিডিও ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে।
শুধু তাই নয়, উত্তেজনা এমন স্থানে পৌঁছায় যে এরপর অনুষ্ঠানে হাজির দু-দলের সমর্থকেরাই জলের বোতল থেকে শুরু করে চেয়ার সহ আরও নানান জিনিস নিয়ে ছোড়ো-ছুড়ি শুরু করেন৷ এছাড়াও কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক আরও বলেন যে রবীন্দ্রনাথ ঘোষ গরু পাচার সহ নানান স্মাগলিং-এর সঙ্গেও জড়িত৷