কলকাতারাজ্য

রথযাত্রায় এসে আজ সম্প্রীতির বার্তা দিলেন নুসরত৷

কলকাতায় ইসকনের রথযাত্রায় আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাজির ছিলেন সাংসদ নুসরত জাহান, তাঁর স্বামী নিখিল জৈন এছাড়াও সোহম সহ টলি পাড়ার অনেক অভিনেতা অভিনেত্রীরা৷

 

রথযাত্রায় এই প্রথমবার সম্প্রীতির বার্তা দিতে ডাকা হয়েছিল সাংসদ নুসরত জাহানকে৷ তাই রথযাত্রায় উপস্থিত হয়ে সম্প্রীতির বার্তাই দিলেন তিনি৷

লাল পাড় সবুজ শাড়ি, সঙ্গে সিঁদুর, মঙ্গলসূত্র, লাল চূড়া পরে আজ রথযাত্রায় অংশ নেওয়া নুসরত বলেন যে, “পশ্চিমবাংলায় এটা হয়। ধর্মের কোনো ভেদাভেদ এখানে হয় না। এটাই এখানকার বৈশিষ্ট্য। ” সদ্য বিবাহিত নুসরত-নিখিল এই নব দম্পতিকে দেখতে রীতিমতো হুরোহুরি পরে যায় আজ কলকাতার ইসকনের রথযাত্রায়।

Related Articles

Back to top button