সিঙ্গুরে শিল্প নিয়ে এবারে মুখ খুললেন তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য৷ একদা বাম সরকারের আমলে সিঙ্গুরে তৃণমূলের লড়াইয়ের অন্যতম পথিকৃত ছিলেন এই তৃণমূল নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য। দলের সঙ্গে তেমন যোগাযোগও ছিলনা তাঁর। তবে এবারে সিঙ্গুরে শিল্প আনতে বিজেপির পাশে দাঁড়ালেন এই তৃণমূল নেতা।
এদিন রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন যে, সিঙ্গুলে তারাও শিল্প চান। এখনও টাটা সহ যে কেনো শিল্পপতি আসতে পারেন সিঙ্গুরে। তবে, সমস্ত চাষীরা যদি স্বইচ্ছায় তাদের জমি দেয় তবেই তা সম্ভব৷
বাম আমলে সিঙ্গুরে শিল্প উঠিয়ে চাষের জমি ফের কৃষকদের দিয়ে ক্ষমতায় এসেছিল তৃণমূল। এরপর এবারে লোকসভা নির্বাচনের পর দেখা যায় যে বিজেপি শক্তি বাড়িয়ে এসে ফের সিঙ্গুরে শিল্প আনার আন্দোলনে নেমেছে সঙ্গে রয়েছে চাষীরাও। এই নিয়েই একদা সিঙ্গুর সংগ্রামের অন্যতম নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে তিনি এই উত্তর দেন৷