West Bengal

নাম পরিবর্তন হতে চলেছে বর্ধমান রেল স্টেশনের। বর্ধমানের গর্ব বিপ্লবীর নাম অনুযায়ী হতে চলেছে স্টেশনের নাম।

বিজ্ঞাপন

খুব শীঘ্রই নাম পরিবর্তন হতে চলেছেন বর্ধমান রেল স্টেশনের, এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই। শনিবারই তিনি জানান যে বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করে রাখা হবে বর্ধমানের গর্ব স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্তের নামে৷

 

বিজ্ঞাপন

বর্ধমানেই ১৯১০ সালে জন্মগ্রহণ করেছিলেন স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্ত। যদিও এরপর তিনি ছিলেন বিহারের জন্নকপুরে। স্বাধীনতা সংগ্রামে যুক্ত হতে তিনি যোগ দিয়েছিলেন হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশনে৷ পরবর্তী সময়ে তিনিই ভগত্ সিং এর সহযোগী হয়ে হামলা চালিয়েছিলেন দিল্লির ন্যাশনাল অ্যাসম্বলিতে৷ এরপর ভগত্ সিং কে মৃত্যু দন্ড দেওয়ার সঙ্গে সঙ্গে বটুকেশ্বর দত্তকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড। দেশ স্বাধীন হওয়ার পর তিনি বসবাস করেছিলেন পাটনায়। শেষে ১৯৬৫ সালে দিল্লির এইমস-এ এই বাঙালি স্বাধীনতা সংগ্রামী শেষ নিশ্বাস ত্যাগ করেন৷

স্বাধীনতা সংগ্রামী হলেও স্বাধীনতার পরবর্তী সময়ে কোনো সম্মান পাননি এই দেশ মাতৃকার সন্তান৷ এবারে মৃত্যুর পর বটুকেশ্বর দত্তকে তাঁর হারিয়ে যাওয়া সম্মান ফেরাতে চলেছে রেল। তাঁর নামেই বর্ধমান স্টেশনের নাম পরিবর্তন করা হচ্ছে৷ শনিবার বটুকেশ্বর দত্তের বাড়িতে গিয়ে তাঁর কন্যা ভারতী বাগচির সঙ্গে দেখা করেছেন কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই, বিজেপি নেতা শিবরাজ সিং চৌহান।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading