জলপাইগুড়ি সাংগঠনিক জেলায় ১৫০টি পরিবার এবং ৩৫০জন বিজেপিতে যোগ দিল

দলবদলের পালা এখনো অব্যাহত রয়েছে। এবার জলপাইগুড়ি সাংগঠনিক জেলায় শাসক দল থেকে ১৫০টি পরিবার এবং ৩৫০ জন মানুষ বিরোধী পক্ষে এসে যোগ দিলেন।
আগামী বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায় এসে পড়েছে। এখন রাজ্য জুড়ে চলছে সমর্থক বৃদ্ধির কাজ। কিন্তু এমন সময় শাসক দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে বহু নেতা মন্ত্রী সমর্থকরা গেরুয়া শিবিরে গিয়ে যোগ দিচ্ছেন। অন্যদিকে বাংলার শাসক হয়ে ওঠার জন্য মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবিরও। তাই তারাও নতুন উদ্যমে প্রচুর মানুষকে নিজেদের দলে নিয়ে আসছে।এরকমই জলপাইগুড়ি সাংগঠনিক জেলায় শাসক দলের অপশাসনের বিরুদ্ধে বাংলায় কেন্দ্রীয় শাসক দলকে প্রতিষ্ঠিত করতে ১৫০টি পরিবার এবং ৩৫০ জন বিরোধী পক্ষে এসে যোগ দিল।
এর ফলে একদিকে যেমন ঘাসফুল শিবিরের অস্বস্তি বেড়েই চলেছে অন্যদিকে বিজেপির ক্ষমতা ও লোকসংখ্যাও বেড়েই চলেছে। ফলে আগামী বিধানসভা নির্বাচনে এই গণহারে দলবদল বিজেপিকে কতটা সাফল্য এনে দেয় সেটাই এখন দেখার বিষয়।