West Bengal

বিজেপি শিবিরে ভরা জোয়ার, এবার কাশিপুর বিধানসভায় তৃণমূল ছেড়ে ১৫০ জন গেরুয়া শিবিরে যোগ দিলেন

বিজ্ঞাপন

করোনা পরিস্থিতিতে আবহ টালমাটাল হলেও আগামী বছর বিধানসভা নির্বাচনের জন্য ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে সকল রাজনৈতিক দল। বিজেপি (BJP) পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার জন্য মরিয়া সংগ্রাম শুরু করেছে, শাসক শিবিরের দুর্নীতি এই রাজ্যে বন্ধ করবেই, এই পণ নিয়েছে গেরুয়া শিবির। এবার তাদের লড়াই আরও শক্তিশালী হল।

বিজ্ঞাপন

বিজেপি শিবিরে ভরা জোয়ার, এবার কাশিপুর বিধানসভায় তৃণমূল ছেড়ে ১৫০ জন গেরুয়া শিবিরে যোগ দিলেন 2

বিজ্ঞাপন

পুরুলিয়া সাংগঠনিক জেলার কাশিপুর বিধানসভায় তৃণমূল ছেড়ে ১৫০ জন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। নবাগত সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দিলেন রাজ্য সহ সভাপতি শ্রী রাজু ব্যানার্জী।

বিজ্ঞাপন

তিনি কিছুক্ষণ আগে প্রকাশ্যে এনেছেন এই তৃণমূল কর্মীদের বিজেপিতে যোগদানের বিষয়টি। তাঁর কথায়, তৃণমূলের ইমারতরুপী দল থেকে এক এক করে ইঁট খসে পড়ছে আর সেই ইঁট বিজেপিতে এসে বিজেপির কেল্লা দুর্ভেদ্য করে তুলছে। শাসক দলের ভাঁওতা রীতিমতো বুঝে গিয়েছেন দলের কর্মীরাই। সেই জন্যেই দুর্নীতি আটকাতে এই ১৫০ কর্মী আজ যোগ দিলেন গেরুয়া শিবিরে।

বিজ্ঞাপন

যদিও এই ব্যাপারে তৃণমূলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি এখনো পাওয়া যায়নি তবে সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, যেভাবে শাসক শিবির থেকে প্রায় প্রতিদিনই শয়ে শয়ে কর্মী বিজেপিতে যোগ দিচ্ছেন তাদের চিন্তার ভাঁজ করছে মমতা সরকারের কপালে। চলছে বৈঠকের পর বৈঠক কিন্তু মিলছে না কোনো সমাধান সূত্র। দলের অনেক শীর্ষ নেতারই শীঘ্রই বিজেপিতে যোগদান করার সম্ভাবনা রয়েছে। ফলে বিধানসভা নির্বাচনের ঠিক আগেই ভাঙন ধরতে শুরু করেছে তৃণমূলে এবং যার পরিপূর্ণ সুবিধা পাচ্ছে বিজেপি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading