রাজ্য

‘চাকরিই পায় নি, তাহলে ভুয়ো তালিকায় কেন নাম’, একগুচ্ছ চিঠি এল কমিশনে, আরও বড় দুর্নীতির আশঙ্কা এসএসসি-তে

এসএসসি নিয়ে অস্বস্তি যেন দিনদিন বেড়েই চলেছে। বেনিয়মে যারা চাকরি পেয়েছেন তাদের নামের তালিকা প্রকাশ হওয়ার পরও স্বস্তি কিছুতেই মিলছে না। এবার স্কুল সার্ভিস কমিশনে এল ৩০ জন চাকরিপ্রার্থীর চিঠি।

এই ৩০ জন দাবী করেছেন যে তারা কোনও চাকরিই পান নি, অথচ তাদের নাম রয়েছে ভুয়ো তালিকায়। এমনটা কীভাবে হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। কারোর মতে আবার এতেও কোনও দুর্নীতি রয়েছে। কলকাতা হাইকোর্টের নির্দেশে দু দফায় মোট ২২৩ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসির তরফে। এর মধ্যে প্রায় ৩০ জন এসএসসি-কে চিঠি দিয়েছেন যে তারা চাকরি না করা সত্ত্বেও তাদের নাম উঠেছে ভুয়ো তালিকায়।

মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম এই প্রসঙ্গে বলেন, “নাম যে সুপারিশ করা হয়েছিল, সেটা তো নিজেই জানিয়েছে এসএসসি। যাঁর নামে সুপারিশ তিনি না পেয়ে কি তবে চাকরি পেয়েছেন অন্য কেউ? এই নিয়ে তো আরও গভীরে তদন্ত হওয়া উচিত”।

অন্যদিকে, বঞ্চিত চাকরি প্রার্থীদের দাবী, এই প্রার্থীদের নাম অনায্যভাবে তালিকায় উঠেছিল, এটা তো সত্যি। তাদের দাবী, এক্ষেত্রেও দুর্নীতি হয়ে থাকতে পারে।

এর আগে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ১৮৩ জনের নামের তালিকা প্রকাশ করেছিল এসএসসি। জানা গিয়েছে, সেই তালিকার মধ্যে ১০২ জন চাকরিতে যোগ দেননি। এসএসসি পরে ফের আরও ৪০ জনের নামের তালিকা প্রকাশ করে। শুধু তালিকাই নয়, প্রকাশ করা হয় উত্তরপত্রও। বেশিরভাগ উত্তরপত্রেই দেখা যায় যে নাম ও রোল নম্বর ছাড়া আর বাকি কাগজ প্রায় ফাঁকা। অথচ তারা নিয়োগপত্র পেয়েছেন।

এই তালিকা প্রকাশ হওয়ার পরই অনেক স্কুলে দেখা গিয়েছে যে সেই তালিকায় নাম থাকা শিক্ষক-শিক্ষিকারা ইতিমধ্যেই বেপাত্তা। পরবর্তীতে আরও বড় কোনও বেনিয়মের জাল উদঘাটন হবে কী না, এখন শিক্ষা মহলের নজর শুধু সেদিকেই।

debangon chakraborty

Related Articles

Back to top button