রাজ্য

ঘুষ নিয়ে দমকলে চাকরির প্রতিশ্রুতি, দুর্নীতির অভিযোগে তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা কলকাতা হাইকোর্টে

এমনিতেই শিক্ষাক্ষেত্র ও পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে শাসক দল বেশ জর্জরিত। এরই মধ্যে উঠে আসে দমকলেও (fire brigade) নিয়োগ দুর্নীতির (recruitment scam) অভিযোগ। এমনই অভিযোগ ওঠে তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বিরুদ্ধে। এবার সেই অভিযোগে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। আজ, সোমবার সেই মামলা দায়ের করা হয়েছে।

তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। আজ, সোমবার সেই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিজেপি নেতা। সেই ভিত্তিতে মামলা করার অনুমতি দিয়েছে হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চ।  

তাপস সাহার একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন তরুণজ্যোতি তিওয়ারি। যদিও সেই অডিও ক্লিপের সত্যতা যাচাই করে নি খবর ২৪x৭। ওই অডিও ক্লিপ প্রকাশ করে বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারির দাবী, তাপস সাহা টিনা সাহা ভৌমিক নামে দলেরই এক নেত্রীর থেকে চাকরি দেওয়ার নাম করে টাকা চেয়েছেন। এই টিনা সাহা ভৌমিক হলেন তৃণমূলের নদিয়া জেলা পরিষদের সদস্যা। বিষয়টি দুর্নীতিদমন শাখাকে দিয়ে তদন্তের আর্জি জানিয়ে আদালতে আবেদন করেন তিনি। আজ সেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বিচারপতি। মঙ্গলবার ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

এই বিষয়ে তাপস সাহা দাবী করেছিলেন, “জেলা পরিষদ সদস্যা টিনা ভৌমিক সাহা তরুণজ্যোতি তিওয়ারির সঙ্গে যোগসাজশ করে আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন। টিনা ভৌমিক সাহা টেটে পাশ না করেও স্কুলে শিক্ষকতা করছেন। ওই গলা আমার নয়। এরকম কোনও কথাও হয়নি। বিজেপি এবং তৃণমূলেরই নদিয়া জেলা পরিষদ সদস্য টিনা ভৌমিক সাহা চক্রান্ত করে এই সব কাজ করেছে”। তবে টিনা পাল্টা জানান, কেউ যদি তাঁর (তাপস সাহা) বিরুদ্ধে চক্রান্ত করে থাকে, তবে তিনি কেন কোনও ব্যবস্থা নিচ্ছেন না?

বলে রাখি, এর আগেও নিয়োগ দুর্নীতিতে নাম জড়িয়েছিল এই তৃণমূল নেতা তাপস সাহার। সরকারি দফতর ও স্কুলে চাকরি দেওয়ার নাম করে টাকা তুলেছেন তিনি, এমনই অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। এই ঘটনার তদন্ত করে সিআইডি। তাপস সাহার আপ্ত সহায়ককে গ্রেফতার করা হয় সেই সময়।

debangon chakraborty

Related Articles

Back to top button