West Bengal

‘বকেয়া ডিএ নিয়ে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, আর রাজ্যের বকেয়া ফেরাতে পারেন কী না দেখুন’, ডিএ আন্দোলনকারীদের কটাক্ষ অভিষেকের

বিজ্ঞাপন

বকেয়া ডিএ (Due DA) মেটানোর দাবী নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন অব্যাহত। আজ, শুক্রবার রাজ্যজুড়ে ধর্মঘট (strike) ডাকেন তারা। এই ধর্মঘটকে রুখতে রাজ্য সরকারের (State Government) তরফে নানান পদক্ষেপ করা হয় বটে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীরা নিজেদের দাবীতে অনড়। এবার এই নিয়ে মুখ খুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

বিজ্ঞাপন

আজ, শুক্রবার ডায়মন্ড হারবারে চড়িয়াল ব্রিজ উদ্বোধন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই কেন্দ্রীয় সরকারের পাশাপাশি ডিএ আন্দোলনকারীদেরও কটাক্ষ করেন তিনি। ডিএ আন্দোলনকারীদের সমালোচনা করেন এদিন অভিষেক। বলেন বকেয়া ডিএ নিয়ে যেন রাজ্য সরকারি কর্মচারীরা দিল্লি গিয়ে আন্দোলন করেন।

বিজ্ঞাপন

এদিন চড়িয়াল ব্রিজ উদ্বোধনের মঞ্চ থেকে তিনি বলেন, “আজ রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ দাবীতে বনধ ডেকেছেন। কর্মনাশা বনধের দিন কিছু তো একটা ভালো হোক তাই আজ এই ব্রিজের উদ্বোধন করছি। কর্মনাশা বনধকে কেউ সমর্থন করে না। অধিকার আদায়ের জন্য কেউ বিক্ষোভ দেখাতেই পারেন কিন্তু এই কর্মসংস্কৃতি নষ্ট করা ধর্মঘট সমর্থন যোগ্য নয়”।

বিজ্ঞাপন

এদিন কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে বকেয়া ডিএ নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে অভিষেক বলেন, “যারা বকেয়া ডিএ নিয়ে আন্দোলন করছেন, তাদের বলব যান দিল্লি গিয়ে আন্দোলন করুন। আগে বাংলার বকেয়া ফিরিয়ে আনুন”। এদিন অভিষেক অভিযোগ করেন যে কেন্দ্র সরকারের জন্য পশ্চিমবঙ্গের নানান প্রকল্পের কাজ আটকে রয়েছে। কেন্দ্র বকেয়া টাকা না দেওয়ায় কাজগুলি থমকে রয়েছে বলে দাবী তৃণমূল নেতার।

বিজ্ঞাপন

এখানেই শেষ নয়। এদিন ডায়মন্ড হারবারের সাংসদ আরও বলেন, “উন্নয়ন যাতে থমকে না থাকে তাই মুখ্যমন্ত্রী বাংলার ফান্ড থেকেই সব ব্যবস্থা করছেন। কেন্দ্র নয়, রাজ্যের টাকায় তৈরি হচ্ছে রাস্তা। ৫২ হাজার কোটি টাকা পাশ করিয়ে সমস্ত রাস্তার কাজ শুরু হচ্ছে। শুধু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রেই ৭০০ রাস্তা তৈরি হচ্ছে”।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading