West Bengal

‘বাড়িতে যে লক্ষ্মীকে ধরে রাখতে পারে না, সে আবার লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করছে’, সৌমিত্রকে ব্যক্তিগত আক্রমণ অভিষেকের

বিজ্ঞাপন

রাজনৈতিক মহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়(Abhishek Banerjee) সৌমিত্র খাঁ-র (Saumitra Khan) মধ্যে দ্বৈরথ কোনও নতুন ঘটনা নয়। ফের একবার তেমনই দৃশ্য দেখা গেল। আজ, বুধবার বাঁকুড়ার ওন্দায় জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই জনসভা থেকেই বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-কে খোঁচা দেন তিনি। অভিষেকের সেই মন্তব্যের বিরোধিতা করে সমালোচনায় সরব বিজেপি (BJP)।

বিজ্ঞাপন

এদিন সৌমিত্রকে উদ্দেশ্য করে অভিষেক বলেন, “যে বাড়িতে লক্ষ্মীকে রাখতে পারে না, সে লক্ষ্মীর ভাণ্ডারের সমালোচনা করছে। মমতা টাকা দিচ্ছে। আর মোদী আধার, প্যানের লিংকের নামে ১০০০ টাকা নিয়ে নিচ্ছেন। একদিকে দিদি দিচ্ছে আর মোদী নিচ্ছে”।

বিজ্ঞাপন

তাঁর এহেন মন্তব্যের সমালোচনা করা হয় বিজেপি নেতৃত্বের তরফে। গেরুয়া শিবিরের কথায়, “তৃণমূলের যা রুচিবোধ সেই কথাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। এতে নতুন কিছু নেই”।

বিজ্ঞাপন

এদিন অভিষেক এও বলেন, এইরকম দল, বিরোধী দলনেতা, সাংসদ তিনি আগে দেখেননি। তাঁর কথায়, “এরা বাংলার মানুষের ভোটে জিতে দিল্লি গিয়ে বলছে বাংলার মানুষকে টাকা দিও না”।

বিজ্ঞাপন

বলে রাখি, সৌমিত্র ও সুজাতার দাম্পত্যে ফাটল ধরে ২০২১-এর শুরুর দিকে। বরাবর একই শিবিরের হয়ে লড়াই করে এসেছেন দু’জন। কিন্তু একুশের বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেন সুজাতা। এরপরই সাংবাদিক বৈঠক করে স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা বলেন সৌমিত্র খাঁ। বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়ার পর স্ত্রীকে দু’বার আইনি নোটিস পাঠিয়েছিলেন সৌমিত্র। তবে এতে বিশেষ সাড়া দেননি সুজাতা। পরবর্তীতে শোনা গিয়েছিল, বিবাহবিচ্ছেদের জন্য সৌমিত্রকে বেশ কয়েকটি শর্ত দিয়েছিলেন সুজাতা। তা মেনে নেন নি বিজেপি সাংসদ। পরে তিনি আদালতের দ্বারস্থ হন। 

সেই মামলা চলতে চলতেই সম্পর্কের আরও অবনতি হয় দু’জনের। সুজাতা সৌমিত্রের বিরুদ্ধে ‘রাসলীলা’ চালানোর অভিযোগও তোলেন। তাঁর স্বামীর সঙ্গে এক বিবাহিতা মহিলার সম্পর্ক রয়েছে বলেও দাবী করেছিলেন সুজাতা। তবে সেই প্রসঙ্গ তিনি ভুলতে চান বলেই জানিয়েছেন সুজাতা। শেষ পর্যন্ত বিবাহবিচ্ছদে হয় তাদের। মাঝে শোনা গিয়েছিল দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন সুজাতা। আর এরই মধ্যে সুজাতা-সৌমিত্রের ভাঙা সম্পর্ককে হাতিয়ার করেই বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading