West Bengal

‘সবকিছুই আগামী ২ মাসের জন্য বন্ধ রাখা উচিত’, করোনা পরিস্থিতিতে ভোট-মেলা বন্ধ নিয়ে মমতার উল্টোসুরে মন্তব্য অভিষেকের

বিজ্ঞাপন

গতকাল, শনিবার নিজের গড় ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে সেখানকার জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে একাধিক নির্দেশ দেন তিনি।

বিজ্ঞাপন

ক্রমেই বাড়ছে করোনা সংক্রমণ। সেই কথা মাথায় রেখেই অভিষেক বলেন “আদালতে মামলা চলছে পুর নির্বাচন নিয়ে। আদালতের সেই রায়ের দিকেই তাকিয়ে আছে রাজ্য সরকার থেকে রাজ্য নির্বাচন কমিশন। তবে আমার ব্যক্তিগত মতামত, সবকিছুই আগামী ২ মাসের জন্য বন্ধ রাখা উচিত”।

বিজ্ঞাপন

এদিনের বৈঠকের পর জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে একাধিক নির্দেশিকা জারি করেন তৃণমূল সাংসদ। তিনি জানিয়ে দেন যে প্রত্যেক ওয়ার্ডে ও ব্লকে খোঁজ নেওয়ার জন্য একটি করে টিম তৈরি করতে হবে। এতে চিকিৎসকদের টিম থাকবে যাতে কোনও বিপদ ঘটলে তারা দ্রুত ব্যবস্থা নিতে পারে। এরই সঙ্গে তিনি বলেন যে বাজার ও জনবহুল এলাকায় দুটি করে মাস্ক পরা জরুরি।

বিজ্ঞাপন

এদিন গঙ্গাসাগরে মেলা নিয়েও মুখ খোলেন অভিষেক। মুখ্যমন্ত্রীর উল্টো সুরেই কথা বলেন তিনি। এদিন দুপুরে ডায়মন্ড হারবার লোকসভার করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকের পর আলিপুর থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বড় দিন, দুর্গাপুজো, সমস্ত উৎসব পরে হবে, সবার আগে মানুষের জীবন। যদি মানুষই না থাকেন, তাহলে উৎসব কীসের! গঙ্গাসাগর ইস্যুতে হাইকোর্টের বেঁধে দেওয়া বিধিই মেনে চলা উচিত আমাদের”।

বিজ্ঞাপন

এরপরই রাজ্যের পুরভোট নিয়ে প্রশ্ন উঠলে অভিষেক জানান, “পুরভোটের ব্যাপারটা হাই কোর্টে বিচারাধীন। হাই কোর্ট সিদ্ধান্ত নেবে। এ ব্যাপারে কিছু বলব না”। বলে রাখি, আগামী ২২ জানুয়ারি পুরভোট আদৌও হবে কিনা এই প্রসঙ্গে কলকাতা হাই কোর্ট রায় দেবে সোমবার।

সবশেষে সাংসদ পরামর্শ দিয়ে বলেন, “করোনা যায়নি। বারবার রূপ বদল করছে। ভবিষ্যতেও করবে। তাই আত্মতুষ্টির কোনও জায়গা নেই। সতর্ক থাকতে হবে। তবে সাধারণ মানুষকে সচেতন হতে হবে, না হলে প্রশাসন কিছু করতে পারবে না”।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading