West Bengal

অনাথ আশ্রমের মেয়ে আবাসিকদের কুপ্রস্তাব দেওয়ার মারাত্মক অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

অনাথ আশ্রমের মেয়ে আবাসিকদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠলো শিলিগুড়ির তৃণমূল নেতা রঞ্জন শীল শর্মার বিরুদ্ধে। তবে শুধু এই একটি অভিযোগ নয়, আরও নানান অভিযোগে ধীরে ধীরে জড়িয়ে পরছেন শিলিগুড়ির এই প্রভাবশালী নেতা৷ কিছুদিন আগেই রঞ্জন শীল শর্মার বিরুদ্ধে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ আনেন তাঁরই স্কুলের এক শিক্ষিকা। এবারে তাঁর বিরুদ্ধেই ফের অভিযোগ উঠলো অনাথ আশ্রমের মালিকের নিকট মেয়ে আবাসিকদের বিষয়ে কুপ্রস্তাব দেওয়ার।

বিজ্ঞাপন

 

বিজ্ঞাপন

শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডের চয়নপাড়ায় উত্তরবঙ্গ অনাথ আশ্রম চালাম উমা মল্লিক৷ সেই ওয়ার্ডেরই পুরপিতা রঞ্জন৷ অভিযোগ, ২০১৫ সালে পুরভোটে জয় লাভের পর অনাথ আশ্রমের কর্ণধার উমা মল্লিক রঞ্জন শীল শর্মাকে অনুরোধ করেছিলেন অনাথ আশ্রমের আবাসিকদের একদিনের খাওয়াদাওয়ার ব্যবস্থা করতে। সেসময়ই সেই তৃণমূল নেতা আবাসিক মেয়েদের নিয়ে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ।

বিজ্ঞাপন

উমা মল্লিক আরও অভিযোগ আনেন যে, এই প্রস্তাবে রাজি না হয়ে উমা মল্লিক ফোন কেটে দেওয়ায় রঞ্জন অনাথ আশ্রমের ক্ষতির চেষ্টা করেন। তিনি সেসময় তাঁর ক্ষমতার জোরে হঠাৎই বিনা নোটিসে অনাথ আশ্রমের সব আবাসিকদের সরকারি হোমে নিয়ে চলে যান৷ সেসময় উমা মল্লিক রঞ্জনের সঙ্গে যোগাযোগ করলে উমা দেবীকেও নাকী বলা হয় আশ্রম ছেড়ে দিতে। বিষয়টি এরপর কোর্ট অবধি গড়ালে ফের আবাসিকদের অনাথ আশ্রমে ফিরিয়ে দেওয়া হয়। নানান সময়ে বিতর্কে জড়ানো তৃণমূল এর এই নেতার বিরুদ্ধে স্কুলের ডিআই এর মুখেও থুথু ছেটানোর অভিযোগ রয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Leave a Reply

Back to top button

Discover more from Khabor24x7

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading