‘বাংলায় অনেক কম নেতাই জেলে রয়েছেন’, বাংলায় পা রেখেই ইডি-সিবিআই প্রেক্ষিতে বিজেপিকে নিশানা অখিলেশের, সমর্থন তৃণমূল নেতাদের

আজ, শুক্রবার সকালেই সমাজবাদী পার্টির (Samajwadi Party) জাতীয় অধিবেশনে যোগ দেওয়ার জন্য কলকাতায় এসেছেন দলের প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। বাংলায় পা রেখেই বিজেপিকে নিশানা করলেন তিনি। ইডি-সিবিআইকে (ED-CBI) অপব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। বাংলার তৃণমূল নেতাদের (TMC leaders) পাশে দাঁড়িয়ে অখিলেশের বক্তব্য, “বাংলায় অনেক কম নেতাই জেলে আছেন। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির বহু বিধায়ক-নেতাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে”।
রবিবার পর্যন্ত তিনদিনের একাধিক কর্মসূচিতে যোগ দিতে রাজ্যে এসেছেন অখিলেশ যাদব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকও রয়েছে তাঁর। রাজনৈতিক মহলের একাংশের মতে, দেশে বিজেপির বিরুদ্ধে বিরোধী জোটকে মজবুত করার জন্য এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ। যদিও বৈঠক প্রসঙ্গে অখিলেশ বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব। তবে কী নিয়ে কথা হবে এখনই বলতে পারছি না”।
এরপরই সমাজবাদী পার্টির প্রধান বলেন, “দেশে ইডি-সিবিআই-আয়কর দফতরকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে বিজেপি। ভারতীয় জনতা পার্টি যেসব নেতা-নেত্রীকে ভয় পায় তাঁদেরকেই ডেকে পাঠায় কেন্দ্রীয় এজেন্সি। এবং জেলে ভরে দেয়”।
তাঁর সংযোজন, “বাংলায় অনেক কম নেতাই জেলে রয়েছেন। উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির অনেক নেতাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে পাঠানো হয়েছে”।
অখিলেশের কথায়, “বিজেপি গণতন্ত্রে হামলা করছে। বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা করছে তারা। তবে খুব শিগগির দেশ থেকে বিদায় নেবে বিজেপি”। মমতার সঙ্গে অখিলেশের বৈঠক নিয়ে রাজনৈতিক মহল বেশ উৎসুক হয়ে রয়েছে। আগামীদিনে বিরোধী জোট নিয়ে কী পরিকল্পনা হয়, তা নিয়ে এই বৈঠকে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।